আর্জেন্টিনা অধ্যায় শেষ, স্ক্যালোনির গন্তব্য রিয়াল মাদ্রিদ

আর্জেন্টাইন এ কোচের সম্ভাব্য বিদায়ের মাঝেই আবার নতুন গুঞ্জন! রিয়াল মাদ্রিদের নাকি পরবর্তী কোচ হওয়ার দৌড়ে থাকছেন লিওনেল স্কালোনি! এমন বিস্ময়কর খবরই সম্প্রতি দিয়েছে মুন্ডো আলবিসেলেস্তে নামের এক আর্জেন্টাইন এক গণমাধ্যম।

আন্তর্জাতিক ফুটবলে গত কয়েক বছরে সবচেয়ে সফলতম দলটার নাম আর্জেন্টিনা। মহাদেশীয় ট্রফি কোপা আমেরিকা থেকে শুরু করে ফিনালিসিমা জয় এরপর বিশ্বকাপ শিরোপা- সবটাই হয়েছে গত ২ বছরে। আর আলবিসেলেস্তাদের এমন সাফল্যের নেপথ্যে অন্যতম কাণ্ডারি ছিলেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার বিশ্বজয়ের প্রায় এক বছর গড়াতে চলল। এখনও সেই সাফল্যগাঁথার গল্প থামেনি। তবে প্রশংসার জোয়ারে ভাসতে থাকা স্কালোনিকে নিয়ে হঠাতই গুঞ্জন। আর্জেন্টিনার কোচের দায়িত্বে নাকি থাকতে চাচ্ছেন না বিশ্বকাপজয়ী এ কোচ। আর্জেন্টিনার বেশ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, ২০২৪ কোপা আমেরিকাই হবে আর্জেন্টিনার কোচ হিসেবে লিওলেন স্কালোনির শেষ অ্যাসাইনমেন্ট।

আর্জেন্টাইন এ কোচের সম্ভাব্য বিদায়ের মাঝেই আবার নতুন গুঞ্জন! রিয়াল মাদ্রিদের নাকি পরবর্তী কোচ হওয়ার দৌড়ে থাকছেন লিওনেল স্কালোনি! এমন বিস্ময়কর খবরই সম্প্রতি দিয়েছে মুন্ডো আলবিসেলেস্তে নামের এক আর্জেন্টাইন এক গণমাধ্যম। তাঁরা জানাচ্ছে, স্কালোনির কার্যক্রম কড়া নজরে রাখছে রিয়াল মাদ্রিদ।

তাঁর প্রতি স্প্যানিশ ক্লাবটি বেশ আগ্রহী। এমনকি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নাকি আর্জেন্টাইন কোচের কাছে প্রাথমিক চুক্তির একটি নমুনাও পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কালোনির জার্মান এজেন্সি সেটা এরই মধ্যে সে প্রস্তাব গ্রহণ করেছে।

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ এর জুনে। আবার ২০২৪ কোপা আমেরিকার পর স্কালোনির দায়িত্ব ছাড়ার কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে আনচেলোত্তির উত্তরসূরির আসনে স্কালোনিকে বসিয়ে দিচ্ছেন। তবে এখন পর্যন্ত এটা গুঞ্জনেই আটকে আছে।

এ বছরের ফেব্রুয়ারিতে এএফএর সঙ্গে নতুন চুক্তি নবায়ন করেছিলেন স্কালোনি। সেই চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৬ বিশ্বকাপের পর। তবে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জয়ের পরই লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, আর্জেন্টিনার কোচের পদ ছাড়তে পারেন তিনি। কারণ হিসেবে স্পষ্ট করে কিছু না বললেও অনেকের মতে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বনিবনা না হওয়াই মূল কারণ।

অবশ্য কোপা আমেরিকার ড্রয়ের আগে তাপিয়ার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে স্কালোনির। সব মিলিয়ে আর্জেন্টাইন এ কোচের ভবিষ্যৎ গন্তব্য কোথায় হচ্ছে, তার চূড়ান্ত খবরের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে আরো বেশ কয়েকটা দিন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...