দ্রুততম সেঞ্চুরিয়ানের অনুপ্রেরণাও বিরাট কোহলি!

জেইক ফ্রেজার–ম্যাগার্ক। ক্রিকেটের পাড় ভক্তদের কাছেও নামটা মাস দুয়েক আগে অচেনা রাজ্যেই ছিল। তবে ২১ বছর বয়সী এ অস্ট্রেলিয়ানকে গত অক্টোবর থেকে ঠিকই মনে রাখতে হচ্ছে।

কারণ, তিনিই যে ২৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে লিস্ট এ ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গিয়েছেন। অতীত হয়ে গেছে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ বি ডি ভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরির রেকর্ডও।

মজার ব্যাপার হলো, লিস্ট ‘এ’ ক্রিকেটে সেই আবার ছিল ম্যাগার্কের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর সেই সেঞ্চুরিটিই তিনি রাঙিয়েছিলেন দুর্দান্ত আগ্রাসনে। তাসমানিয়ার বিপক্ষে লিস্ট এ ক্রিকেট রেকর্ড গড়ার দিনে ৩৮ বলে তিনি খেলেছিলেন ১২৫ রানের ইনিংস।

তবে এমন ইনিংস খেলার পথে ম্যাগার্কের অনুপ্রেরণা ছিল বিরাট কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটিই জানিয়েছেন ২১ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান। তিনি বলেন, ‘সত্যি বলতে, শুনতে উদ্ভট লাগলেও শেষ কয়েক মৌসুমে আমি বল ঠিক মতো রিড করতে পারতাম না। বিরাট কোহলি যেভাবে বল বুঝে শট খেলেন, সেটি আমাকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছিল। তাঁর চোখ যেন হক আই-এর মতো। আমি চেষ্টা করেছিলাম ব্যাটে বলে ভালভাবে সংযোগ ঘটাতে। আর সেটিই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’

তবে বিরাটের ব্যাটিং দেখে নিজের ব্যাটিং দীক্ষা রপ্ত করলেও ম্যাগার্ক হতে চান স্বদেশী ট্রাভিস হেডের মতো ব্যাটার। দলের প্রতি হেডের দারুণ নিবেদন দেখে তিনি বলেন, ‘দলের প্রতি তাঁর কী দারুণ নিবেদন। শতভাগ নিংড়ে দেন। ব্যাটিং স্টাইলের কথা বললে আমি তাঁর মতো হতে চাই। আসন্ন মৌসুমগুলোতে একটা প্রসেসের মাধ্যমে এগোতে চাই।’

এবার বিগব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে ম্যাগার্ককে। বিগব্যাশে ভাল পারফর্ম করলে সুযোগ খুলে যাবে আইপিএলেও দল পাওয়ার ক্ষেত্রে। তবে ফ্রেজার ম্যাগার্কের স্বপ্নটা আইপিএল নন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান টেস্ট ক্রিকেট। শৈশব থেকে এটিই তাঁর স্বপ্ন। এ নিয়ে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট অন্য সব কিছুর থেকে আলাদা। আমি বড় হয়েছি এই ক্রিকেট দেখে। আমার জীবনের স্বপ্ন কিংবা আকাঙ্খা এটিই- অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link