বৈশ্বিক টুর্নামেন্টগুলো আয়োজনে বড় বাঁধা এখন করোনা ভাইরাস। ক্রিকেট বিশ্বে এক গাদা দ্বিপাক্ষিক সিরিজ এর প্রভাবে বন্ধ হয়ে গেছে। এবার বহুজাতিক টুর্নামেন্টগুলোও স্থগিত হতে শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে স্থগিত হয়ে যাবে – এই খবরের রেশ কাটতে না কাটতেই আরেকটা দু:সংবাদ এল।
সৌরভ গাঙ্গুলি জানালেন, চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এই সভাপতি পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়েছেন এই তথ্য। তিনি বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরিকল্পনা ছিল সেপ্টেম্বরে এই মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন করা। এ বারের আয়োজক ছিল পাকিস্তান। তাঁদের আয়োজনে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতে এই আসর মাঠে গড়ানোর কথা। তবে, সৌরভ আত্মবিশ্বাসের সাথেই জানালেন যে, সব কিছু ভেস্তে গেছে।
তবে, সৌরভরা এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের স্বপ্ন দেখছেন। তিনি বলেন, ‘আমরা আইসিসি-র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তার পরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’