বার্সেলোনার নতুন মেসি!

লাতিন আমেরিকা থেকে নিত্য নতুন প্রতিভা তুলে আনার ব্যাপারে জুড়ি নেই স্প্যানিশ ক্লাবগুলোর। এই যেমন গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদ গত কয়েক বছরে দলে ভিড়িয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো তরুণদের। তবে এই দৌড়ে কিছুটা পিছিয়েই ছিল বার্সেলোনা। মেসির ‘বার্সা’ অধ্যায় শেষ হওয়ার পর অবশ্য রিয়াল মাদ্রিদের পথেই ছুটেছে কাতালানরা। ভবিষ্যতের মেসি খুঁজে আনার লক্ষ্যে গত বছর তাঁরা দলে ভেড়ায় ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটোর রোকেকে।

তবে বার্সার চুক্তিভূক্ত খেলোয়াড় হওয়া স্বত্ত্বেও তরুণ এ ফুটবলারের অভিষেকের দিনক্ষণ নিয়ে ছিল বেশ ধোঁয়াশা। অবশেষে কাতালান ও রোকের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয়েছে। বার্সার হয়ে মাঠে নামলেন তরুণ এ ফুটবলার। অবশ্য ইউরোপিয়ান ফুটবলে অভিষেকের দিনে সেভাবে নিজেকে রাঙাতে পারেননি রোকে। তবে বার্সা জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নেমেই পেয়েছেন জয়ের দেখা।

লা লিগা টেবিলে দশে থাকা লাস পালামাসের বিপক্ষে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল কাতালানরা। এ ম্যাচেরই ৭৮ মিনিটে ফেরান তোরেসকে উঠিয়ে নামানো হয় রোকেকে। ম্যাচের অন্তিম মুহূর্তে সুযোগও পেয়েছিলেন। ফেলিক্সের চিপ করা পাস ধরে গোল করার খুব কাছে গিয়েছিলেন তিনি। তবে সেই সুযোগ নিতে পারেননি তরুণ এ স্ট্রাইকার। অবশ্য ম্যাচের ৯১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় তুলে নেয় কাতালানরা।

ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিটর রকের জন্য দীর্ঘদিনের অপেক্ষায় ছিল বার্সেলোনা। স্বদেশি ক্লাব অ্যাথলেটিকো পারানায়েসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষেই তাঁর ক্লাবটিতে যোগ দেওয়ার কথা ছিল। এজন্য গত জুলাইয়ে মৌখিকভাবেও সম্মত হয় দুই পক্ষ। তবে এরপর গড়িয়েছে ৬ মাস। মূলত, চুক্তি অনুযায়ী ভিটর রোকের ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ব্রাজিলে থাকার কথা ছিল। তবে ২০২৪ এর শুরুতেই তাঁকে পেয়ে গিয়েছে বার্সেলোনা।

গত বুধবার সপরিবারে বার্সেলোনায়ও পৌঁছান রোকে। এরপরই তাঁর সাথে আনুষ্ঠানিক চুক্তি হয় বার্সার। এর পাশাপাশি খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়াতেও ভিটোর রোকেকে তালিকাভূক্ত করা হয়। আর এর কিছু সময় বাদেই বার্সার জার্সি গায়ে অভিষেক হয় ব্রাজিলিয়ান এ তরুণ সেনসেশনের।

অ্যাথলেটিকো পারানায়েসের হয়ে দারুণ প্রতিভা দেখিয়ে ইউরোপের ক্লাবগুলোর নজর কেড়েছিলেন রোকে। ব্রাজিলিয়ান এ ক্লাবের হয়ে তিনি ৮০ ম্যাচে ২৮টি গোল করেছেন। এর মধ্যে চলতি বছরে ৪৪ ম্যাচে করেছেন ২১টি। তাছাড়া যুব বিশ্বকাপেও নজর কেড়েছিলেন এ ফুটবলার। সেই ধারাবাহিকতায় বার্সার রাডারে চলে আসেন তিনি।

গত বছরের জুলাইয়ে অ্যাথলেটিকো পারানায়েস থেকে রককে ৭৪ মিলিয়ন ইউরো বিনিময়ে দলে ভেড়ায় বার্সেলোনা।  ২০৩১ সালের জুন পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে ক্লাবটি। আর তাঁর জন্য রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

অর্থাৎ এই সময়কালের আগে তাঁকে অন্য ক্লাব নিতে হলে ৫০০ মিলিয়ন ট্রান্সফার দিতে হবে বার্সাকে। বার্সার হয়ে মেসির অধ্যায় এখন অতীত। ভবিষ্যতে তাঁর জায়গাটা কি নেবেন আরেক লাতিন ফুটবলার?

সেই সম্ভাব্যতা কতটুকু বাস্তবতায় পরিণত হবে, তা সময়ই বলে দিবে। তবে ১৮ বছর বয়সী এ স্ট্রাইকারই এখন বার্সার ভবিষ্যৎ। এখন দেখার পালা, তিনি বার্সার হয়ে কিংবদন্তিতুল্য গল্প লিখবেন নাকি আক্ষেপের কারণ হবেন। ভিটোর রোকে নিশ্চয়ই একজন তারকা হওয়ার জন্যই বার্সায় পা রেখেছেন।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link