টি-টেনে নাসিরের ভেল্কি

অনেকদিন ধরেই খেলার বাইরে ছিলেন। সুস্থ ছিলেন না বলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্টেও পাশ করতে পারেননি। সে নিয়ে কথাও কম হয়নি। কিন্তু সেই নাসির হোসেন আজ ম্যাজিক দেখালেন। ২ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে টি-টেন লিগে যাত্রা শুরু করেছেন।

আজ থেকে শুরু হয়েছে আইসিসি অনুমোদিত ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টেন ক্রিকেট লিগের চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ান মারাঠা অ্যারাবিয়ান্সের মুখোমুখি হয়েছিলো নর্দার্ন ওয়ারিয়র্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নর্দার্ন ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন মারাঠা অ্যারাবিয়ান্স।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মারাঠা অ্যারাবিয়ান্স ৭ রানে প্রথম উইকেট হারালেও আবদুল শাকুর বাঙ্গাশের বিধ্বংসী ব্যাটিংয়ে  জয়ের পথে ছুটতে থাকে মোসাদ্দেক হোসেনের দল। দ্বিতীয় উইকেটে লরি ইভান্সকে সাথে নিয়ে গড়েন ৬৭ রানের জুটি গড়েন শাকুর। ইভান্স ৯ রান করে আউট হয়ে গেলে উইকেটে এসে ৮ বলে ১৯ রানের ইনিংস খেলেন মোহাম্মাদ হাফিজ।

মাত্র ২৮ বলে ৭ টি চার ও ৫ টি ছয়ের সাহায্যে ৭৩ রান করে শাকুর ফিরে গেলে ম্যাচে সাময়িক উত্তেজনা আসে। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন হয় অ্যারাবিয়ান্সের। উইকেটে ছিলেন দুই বাংলাদেশি মোসাদ্দেক ও মুক্তার। শেষ দুই বলে ৫ রান প্রয়োজন হলে দুই বলেই চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক। নর্দান ওয়ারিয়র্সের পক্ষে অ্যালেন ২ টি এবং থিকশানা ও এমরিট ১ টি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে নর্দান ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে ৫৪ রান করেন সিমন্স। এছাড়া ব্রেন্ডন কিং ২৯ ও রোভম্যান পাওয়েল করেন ২২ রান। বাংলাদেশি বোলার মুক্তার আলি ২ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১ ওভারে ১১ রান দিয়ে থাকেন উইকেট শূন্য।

দিনের দ্বিতীয় ম্যাচে নাসির হোসেনের পুনে ডেভিলসের বিপক্ষে মাঠে নেমেছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। টসে হেরে ব্যাট করতে নাসির হোসেনের বোলিং তোপে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে ডেকান গ্ল্যাডিয়েটর্স। নাসির হোসেন ২ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link