ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি। গত বছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হাসান মাহমুদের। এখনও অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি এর আগে অবশ্য একবার টেস্ট স্কোয়াডে ছিলেন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে নাম ছিলো দু জনের। কিন্তু এখন পর্যন্ত এই ফরম্যাটে মাঠে নামার সুযোগ হয়নি তাদের।
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট দলেও ফিরেছেন সাকিব আল হাসান। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার।
চোট কাটিয়ে দলে ফিরেছেন সাদমান ইসলাম। ভারত সফরে থাকলেও চোটের কারণে পাকিস্তান সিরিজে ছিলেন না এই ওপেনার। আঙ্গুলের চোট থেকে সেরে উঠেছেন নাঈম হাসান ও অধিনায়ক মমিনুল হকও।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ এবং কাজী নুরুল হাসান সোহান।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিলো গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে। এরপর করোনা বিপর্যয়ে বাংলাদেশের সব সিরিজ স্থগিত হয়ে যায়। সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।
টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান এবং এবাদত হোসেন।
আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এবং ১১-১৫ ফেব্রুয়ারি শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।