আরেক জীবনের অপেক্ষায় নাফীস

বাংলাদেশের ক্রিকেটের আলোচনা হলে শাহরিয়ার নাফীসের নাম না এসে উপায় নেই।

ছোট কিন্তু গভীর এক ক্যারিয়ারের মালিক তিনি। বলা চলে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে আর্ন্তজাতিক মানের হয়ে উঠেছিলেন। শেন ওয়ার্নদের নাস্তানাবুদ করে ফতুল্লার টেস্ট সেঞ্চুরি বা এক বর্ষপঞ্জিতে হাজারের ওপরে ওয়ানডে রান সেই নাফীসের হয়ে স্বাক্ষী দেয়।

তার ক্যারিয়ারে এরপর লম্বা একটা সময় গেছে আশায় আশায়; ক্যারিয়ারের সোনালী ফর্মে থাকা সময়টা জাতীয় দলে ডাক পাননি। সেই সব আফসোস এবার তুলে রাখতে হচ্ছে। মাঠের খেলাটাকে নীরবেই বিদায় জানাতে চলেছেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ন প্রশাসনিক বিভাগ, ক্রিকেট অপারেশন্সে যোগ দিতে যাচ্ছেন তিনি।

শাহরিয়ার নাফীসকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ন পদে ভাবা হচ্ছে, এই খবর নিশ্চিত করেছেন বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা। পাশাপাশি নাফীস নিজেও জানালেন, ‘আমাকে আকরাম ভাই (ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান) ফোন করেছিলেন। উনি জানতে চেয়েছিলেন, আমি এরকম একটা পদে যোগ দিতে তৈরী আছি কি না। আমি ইতিবাচক উত্তর দিয়েছি।’

শাহরিয়ার নাফীসের ইতিবাচক উত্তর দেওয়ার কারণ আছে।

ক্রিকেট অপারেশনে তাকে বাংলাদেশের জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দল; সব জাতীয় দল নিয়ে কাজ করতে হবে। বলা যায়, বাংলাদেশের ক্রিকেটের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি। নাফীস চাচ্ছিলেন, কেন্দ্র নয়, যে কোনোভাবে হোক ক্রিকেটের সাথেই যুক্ত থাকতে। তাই বলছিলেন, এটা তার জন্য ভালো একটা সুযোগ, ‘দেখুন, আমার ক্রিকেট ক্যারিয়ার তো শেষের দিকে। আমি সবসময়ই ক্রিকেটের সাথে থাকতে চেয়েছি। সেই ছয় বছর বয়স থেকে ক্রিকেটই শিখেছি আমি। ফলে ক্রিকেটে থাকার এই সুযোগটা আমার কাছে বড় একটা ব্যাপার। আমি ক্রিকেট থেকে যা পেয়েছি, তার একটুও যদি ফিরিয়ে দিতে পারি, তাহলেই আমি নিজেকে ধন্য মনে করবো।’

শাহরিয়ার নাফীস ক্রিকেট অপারেশন্সে ঠিক কোন জায়গাটা পেতে যাচ্ছেন?

এক কথায় এর উত্তর দেওয়া একটু কঠিন। কারণ, ক্রিকেট অপারেশন্সে মূল পদ ‘ক্রিকেট অপারেশনস্স ম্যানেজার’। এই পদে এখন আছেন আরেক সাবেক ক্রিকেটার সাব্বির খান। এখন ভেতরের কিছু সূ্র জানালো, সাব্বির সামগ্রিক এই ম্যানেজারের দায়িত্ব পালন করতে আর খুব একটা আগ্রহী না। তিনি বরং জাতীয় দলের সাথে থাকতে চান।

জাতীয় দলের জন্য লজিস্টিক ম্যানেজার বিসিবি কখনোই নিয়োগ দেয়নি। অপারেশন্স ম্যানেজারের বাড়তি দায়িত্ব হিসেবে এই কাজটা চালিয়ে আসছিলেন সাব্বির। এখন সাবেক এই স্পিনার চাচ্ছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে। আর সেটা হলে অপারেশন্স ম্যানেজার হিসেবে নাফীসকে দায়িত্ব নিতে হবে। তবে সরাসরি নাফীস অপারেশন্স ম্যানেজার হবেন বলে মনে হয় না। তাকে সাব্বিরের পাশে রাখা হবে অন্তত এক বছর। তিনি সাব্বিরের কাছ থেকে আস্তে আস্তে দায়িত্বটা বুঝে নেবেন।

তবে ভূমিকা যাই হোক, নাফীস এই দায়িত্ব পালনের জন্য তৈরী। তিনি বলছিলেন, ‘বোর্ড আমাকে এই বড় কাজের যোগ্য মনে করায় আমি কৃতজ্ঞ। আশা করি ওনারা যে দায়িত্ব দেবেন, সেটা আমি সঠিকভাবে পালন করতে পারবো।’

অবশ্য এই দায়িত্ব নিতে গেলে শাহরিয়ার নাফীসকে তার প্রিয় ২২ গজ একেবারেই ছেড়ে দিতে হবে। মাঠে খেলাও নেই অনেকদিন। ফলে মাঠ থেকে ‘বিদায়’ বলাটা তার হচ্ছে না। সে নিয়ে অবশ্য আফসোস নেই নাফীসের, ‘নাম আফসোস করি না। এটাই হয়তো নিয়তি ছিলো। আবার কবে খেলা হবে, সে জন্য অপেক্ষা করা তো কঠিন।’

তবে নাফীস যা করেছেন ক্যারিয়ারে, তার চেয়ে বড় কথা, যা ভালোবাসা পেয়েছেন, তা নিয়ে খুবই খুশী। তিনি বলছিলেন, ‘আমি কী অর্জন করেছি, সেটা বড় কথা নয়। হয়তো আরও খেললে আরও রান হতো; এ নিয়ে ভেবে লাভ নেই। কারণ আরও-এর তো শেষ নেই। আমি যে ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি, মিডিয়ার কাছ থেকে যে সমর্থন পেয়েছি; তা অবিশ্বাস্য। এটার কোনো তুলনা হয় না। এ জন্য আমি কৃতজ্ঞ।’

তবে নাফীসকে হয়তো আরও কিছু ছাড়তে হবে। খেলার শেষ দিকে এসে তিনি বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে একটা জায়গা করে নিচ্ছিলেন। সেই ব্যাপারগুলোও সম্ভবত ছাড়তে হবে। ক্রিকেট অপারেশন্সে চাকরির পাশাপাশি এগুলো করার সুযোগ থাকার কথা নয়। নাফীস বলছিলেন, এ নিয়ে এখনও চিন্তা করেননি, ‘আসলে এসব নিয়ে কথা হয়নি। নিশ্চয়ই টার্মস কন্ডিশনে এগুলো থাকবে। তখন এগুলো নিয়ে ভাববো। ওই যে বললাম, আমার কাজটা সবচেয়ে ভালোভাবে যাতে করা যায়, সেটাই করবো।’

সবমিলিয়ে নাফীস এখন নতুন জীবনের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরাও নতুন শাহরিয়ার নাফীসকে দেখার জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link