সায়িম আইয়ুবের শট সিলেকশন সংকট

পাকিস্তান ক্রিকেটে উদীয়মান তারকা হয়ে এসেছেন সাইম আইয়ুব। তাই তো তাঁর দিকে বাড়তি মনোযোগ থাকে সবার, আলোচনার টেবিলেও তিনি থাকেন প্রায় সময়। মোহাম্মদ হাফিজ এবার নিজেও কথা বললেন তাঁকে নিয়ে, জানালেন তাঁকে ঘিরে নিজের উদ্বেগের কথা।

মূলত এই তরুণের শট সিলেকশন নিয়ে খানিকটা সমস্যা টের পেয়েছেন হাফিজ। পাকিস্তান সুপার লিগের নবম আসরে তাঁর পারফরম্যান্স একদমই সন্তুষ্ট করতে পারছে না সাবেক অলরাউন্ডারকে। সেজন্যই বিশেষ কোন শটের উপর বাড়তি নির্ভরতার ব্যাপারে উত্তরসূরিকে সতর্ক করেছেন তিনি।

স্থানীয় একটি স্পোর্টস শো-তে পাক কিংবদন্তি বলেন, ‘কখনো কখনো তোমার প্রিয় শট তোমার দুর্বলতা হয়ে উঠতে পারে। এই যেমন মুলতান সুলতানসের বিপক্ষে সে (সায়িম) পছন্দের শট খেলতে গিয়ে আউট হয়েছে। আমার মনে হয়, তাঁর বোঝা উচিত একটা শটে মনোযোগ দেয়ার কারণে সে অন্যান্য ভাল শট খেলতে পারছে না।’

এরপরই কেবল একটি নির্দিষ্ট শটে মনোযোগ না দিয়ে সায়িমকে শটের ভাণ্ডার আরও বিস্তৃত করার পরামর্শ দেন তিনি। সেই সাথে একই বলে বিভিন্ন শট খেলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

অবশ্য এই বাঁ-হাতি ব্যাটারের প্রতিভা নিয়ে সংশয় নেই পাকিস্তান দলের টিম ডিরেক্টরের। তবে ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার, পারফর্ম করার জন্য আরও পরিশ্রম করার তাগিদ দেন তিনি, বলেন, ‘সে দারুণ সম্ভাবনাময়ী একজন ক্রিকেটার, কিন্তু তাঁকে অনেক কিছু প্রমাণ করতে হবে।’

পাকিস্তান দলের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে সায়িম আইয়ুবের। তবে এখনো নিজের জায়গা নিশ্চিত করতে পারেননি তিনি, ক্যারিয়ারের এই অবস্থায় এসব পরামর্শ তাই কাজে লাগানো বড্ড প্রয়োজন তাঁর। তাহলেই হয়তো প্রত্যাশিত লক্ষ্যে পৌছাঁনো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link