ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে কঠোর অবস্থানে বিসিসিআই। এই ঘরোয়া ক্রিকেটেই অনাগ্রহের কারণে সর্বশেষ বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ঈশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার নতুন চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন।
তবে প্রশ্ন উঠেছে হার্দিক পান্ডিয়ার এ গ্রেডে ঠাঁই পাওয়া নিয়েও। গেল বছরের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে ছিটকে যাওয়ার পর আর মাঠে দেখা যায়নি এ অলরাউন্ডারকে। তারপরও কেন তাঁকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হলো? এ নিয়ে সমালোচনা ধেঁয়ে চারদিক থেকে।
তবে বিসিসিআই সূত্রে জানা গেছে, হার্দিক পান্ডিয়ার সাথে দীর্ঘ আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, ভবিষ্যতে সাদা বলের ঘরোয়া টুর্নামেন্ট খেলবেন, এমন নিশ্চয়তাতেই তাঁকে নতুন এ চুক্তির তালিকায় এ গ্রেডে রাখা হয়েছে। জাতীয় দলের খেলা না থাকাকালীন বিজয় হাজারে ও সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলবেন, বিসিসিআইকে এমন নিশ্চয়তা দিয়েই চুক্তি টিকিয়েছেন পান্ডিয়া।
রঞ্জি ট্রফি না খেলায় কড়া মাশুল গুণতে হয়েছে আইয়ার ও ঈশানকে। তবে পান্ডিয়াকে সেই শাস্তি ভোগ করতে হয়নি। এর পিছনেও যৌক্তিক ব্যাখ্যা মিলেছে বিসিসিআই-এর ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। জানা গেছে, লাল বলের ক্রিকেটে এখনও এনসিএ মেডিকেল টিম থেকে বল করার অনুমতি মেলেনি পান্ডিয়ার। এ কারণেই তিনি রঞ্জি খেলেননি।
এ নিয়ে বিসিসিআই-এর এক অফিশিয়াল বলেন, ‘পান্ডিয়ার সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। লাল বলের ক্রিকেটে এখনও সে বল করার মতো অবস্থায় নেই। তাই রঞ্জি ট্রফিতে না খেলাই অনুমেয় ব্যাপার। তবে সে সাদা বলের ঘরোয়া টুর্নামেন্টে খেলবে। ভারতের ম্যাচ না থাকার পরও যদি সে এই টুর্নামেন্ট গুলো না খেলে, তবে তাঁর বিরুদ্ধেও আমরা কঠোর পদক্ষেপ নিব।’
কয়েকদিন আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, এখন থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই এ সব টুর্নামেন্ট খেলতে হবে। জয় শাহর সেই হুঁশিয়ারি যে ঠুনকো ছিল না, তার প্রমাণ মিলেছে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকাতেই। শুধুমাত্র রঞ্জি না খেলার কারণেই চুক্তি বাতিল হয়েছে ঈশান-আইয়ারের।