স্লগার হিসেবে আজম খানই সবচেয়ে কার্যকর?

আজম খানের মতে, তাঁকে পাকিস্তান দলে 'বলির পাঁঠা' মনে করা হয়। 

সবধরনের টি-টোয়েন্টিতে আজম খানের ব্যাটিং পরিসংখ্যান নি:সন্দেহে প্রশংসনীয়। এরপরও জাতীয় দলে ঠিকঠাক সুযোগ পাচ্ছেন না তিনি, সেজন্য এবার সরাসরি ক্ষোভ ঝাড়তে দেখা গেলো এই উইকেটরক্ষককে। তাঁর মতে, তাঁকে পাকিস্তান দলে ‘বলির পাঁঠা’ মনে করা হয়।

ক্রিকউইকের সাথে আলোচনাকালীন তিনি বলেন, ‘দলের স্বার্থ সবসময়ই আমার কাছে বেশি গুরুত্ব পায়। কিন্তু দলীয় খেলা হওয়া সত্ত্বেও ব্যর্থতার কারণে একজনকে বলির পাঁঠা বানানো উচিত নয় – এটি আমাকে রাগান্বিত করে; সেই সাথে হতাশ হই এসব দেখে।’

তাঁর বিশ্বাস, আন্তর্জাতিক পর্যায়ে এখনো পর্যাপ্ত সুযোগ পাননি। এই ডানহাতি বলেন, ‘আমি অবশ্যই আরো কিছু সুযোগ প্রাপ্য। গত পাঁচ বছরে তিনবার বাদ পড়ে দলে ফিরেছি।’

এ প্রসঙ্গে নিজের ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘পাকিস্তানে ৫ ও ৬ নম্বর পজিশনে আমার কাছাকাছি আর কেউ নেই। গত চার বছরে টি-টোয়েন্টি সংস্করণে মাত্র ১২ জন ব্যাটার ২৫ এর বেশি গড় আর ১৪৫ এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। এই তালিকায় টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, আজম খান, লিয়াম লিভিংস্টোনরা আছেন।’

জাতীয় দলের হয়ে খেলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন এমনটা জানিয়ে এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘স্ট্রাইক রেট ও গড় বিবেচনায় টি-টোয়েন্টির সেরা ব্যাটারদের সঙ্গে একই কাতারে আছি। জাতীয় দলে না খেললেও আমার আর্থিক সমস্যা হবে না। কিন্তু, আমি যেকোনো মূল্যে পাকিস্তানের হয়ে খেলতে চাই।’

তাই তো নির্বাচকদের একটানা খেলার সুযোগ দিতে অনুরোধ করেছেন আজম খান, এরপর পারফরম করতে না পারলে বাদ দিলে আপত্তি থাকবে না তাঁর। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ফ্লপ তিনি। দ্রুত ঘুরে দাঁড়াতে ব্যর্থ হলে হয়তো বড় একটা সময়ের জন্য পরিকল্পনার বাইরে যেতে হবে তাঁকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...