কোনদিকে যাচ্ছে তামিমের ভবিষ্যৎ?

একমাস আগেও তামিম ইকবালের পায়ের নিচের জায়গাটা ছিল নড়বড়ে। ফিটনেস, ফর্ম সহ নানান জটিলতায় জাতীয় দল থেকে বহুদূরে চলে গিয়েছিলেন। কিন্তু এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কল্যাণে বদলে গিয়েছে সবকিছু, দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

বিপিএল ২০২৪ এর সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এই বাঁ-হাতি, অধিনায়ক হিসেবে জিতেছেন শিরোপা। সেই সাথে প্রথমবারের মত টুর্নামেন্ট সেরার পুরষ্কার যোগ করেছেন নিজের অর্জনের খাতায় – সবমিলিয়ে প্রমাণ হয়েছে, ক্রিকেটকে দেয়ার মত আরো অনেক কিছু আছে তাঁর মাঝে। তাই প্রশ্ন উঠেছে, জাতীয় দলে তিনি কি আদৌ ফিরবেন? কবে ফিরবেন?

বিপিএলের আগেই অবশ্য এসব প্রশ্ন করা হয়েছিল চট্টলার খান সাহেবকে। সে সময় বলেছিলেন বিপিএলের পরে জানাবেন উত্তর, কিন্তু এখন কোন তাড়াহুড়ো করছেন না তিনি। জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিবেন।

এই তারকা এই মুহূর্তে আছেন দেশের বাইরে। দেশে ফিরে হয়তো কথা হবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে। তখনই আসলে তাঁর ব্যাপারে একটা ভবিষ্যতের খোলাসা হবে।

বিপিএল ফাইনালের দিন তামিম ট্রফি জিতে বলেছিলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে, যদি আমাকে দলে ফিরতে হয় তাহলে অনেক কিছু ঠিক করতে হবে। শুধু খেলার বিষয়ে না, আমি হয়তো আর দুই বছর খেলব তাই আলোচনা করাটা দরকার।’ যদিও বিসিবির কাছ থেকে তাঁর প্রত্যাশা কি সেটা নিয়ে মুখ খোলেননি।

এই ওপেনারের অনবদ্য নেতৃত্ব আর ধারাবাহিক পারফরম্যান্সে ভর করে নিজেদের প্রথম বিপিএল ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। এই সাফল্যে অবদান রয়েছে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের। সেটির স্বীকৃতি স্বরূপ শিরোপা তাঁদের উৎসর্গ করেছেন বরিশাল দলপতি। তাঁর এমন মহানুভবতা মুগ্ধ করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের।

যদিও সবকিছু ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন তামিম ইকবালের প্রত্যাবর্তন। লাল-সবুজ জার্সিতে কবে দেখা যাবে তাঁকে সেই উত্তর খুঁজছে ভক্ত-সমর্থকেরা। আপাতত সবকিছু নির্ভর করছে তামিম এবং বিসিবির উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link