দুর্দান্ত, দুর্ধর্ষ কিংবা অবিশ্বাস্য – চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচেই মুস্তাফিজুর রহমান যা করেছেন সেটিকে আপনি যেকোনো বিশেষণে বিশেষায়িত করতে পারেন। ২৯ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেছেন তিনি; প্যাভিলিয়নে ফিরিয়েছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসের মত বিশ্বসেরা ব্যাটারদের।
এই ম্যাচ দিয়েই আইপিএলে নিজের পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার তারকা। এর আগে কেবল ২৩জন বিদেশি পেসার পেরেছেন আইপিএলে উইকেটের অর্ধশতক পূর্ণ করতে। যদিও এই ২৩ জনের মধ্যে প্রায় সবাই ইকোনমির দিক দিয়ে পিছিয়ে আছে তাঁর চেয়ে; কেবল চারজন পেরেছেন কিপ্টে বোলিংয়ে তাঁকে পিছনে ফেলতে।
এখন পর্যন্ত আইপিএলে ৪৯ ম্যাচ খেলে দ্য ফিজ ওভার প্রতি গড়ে খরচ করেছেন ৭.৯১ রান। তাঁর বোলিং গড় ২৮ এর একটু বেশি এবং স্ট্রাইক রেট ২১.৮৮। মাঝের কয়েকটা বছর দুঃস্বপ্নের মত কাটানো সত্ত্বেও এমন পরিসংখ্যান বিস্ময়কর বটে।
অথচ প্যাট কামিন্স, কাগিসো রাবাদাদের মত বিশ্বমানের পেসারদের ইকোনমি আটের ওপর। দু’জনের ইকোনমি যথাক্রমে ৮.৫৪ ও ৮.৪২। এছাড়া ট্রেন্ট বোল্ট প্রতি ওভারে দিয়েছেন ৮.২৯ রান আর জস হ্যাজলউডের ক্ষেত্রে সংখ্যাটা ৮.০৫।
মুস্তাফিজের চেয়ে ভাল রান আটকাতে পেরেছেন এমন বোলারদের মধ্যে একজন প্রয়াত শেন ওয়ার্ন। ৭.২৭ ইকোনমিতে ৫৭ উইকেট পেয়েছেন তিনি। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আরেক তারকা জ্যাক ক্যালিস, ৭.৮৯ ইকোনমিতে ৬৫ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৭৭ উইকেটের মালিক মরনে মরকেল প্রতি ওভারে খরচ করেছেন ৭.৬৯ রান।
আইপিএলে কমপক্ষে পঞ্চাশ উইকেট পেয়েছেন এমন বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে মৃতব্যয়ী স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৬৬ ইনিংসে ৬৩ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি; এসময় তাঁর ইকোনমি ছিল ৬.৬৭।
আগের আসরে সাত ওভার বল করার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এই সাত ওভারেই ৭৯ রান হজম করেছিলেন তিনি, কিন্তু এবার শুরুটা দারুণভাবে করলেন কাটার মাস্টার; এখন কেবল ধারাবাহিক হওয়ার পালা।