নিউজিল্যান্ড সফরের সূচিতে সামান্য পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ শেষে আগামী মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। অনেক আগে থেকেই চূড়ান্ত ছিলো সফরের সূচি। নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিউজিল্যান্ড ক্রিকেটও (এনজেডসি) নিশ্চিত করেছিল। তবে আজ সেই সূচিতে পরিবর্তন এনেছে সংস্থাটি। নতুন সূচি অনুযায়ী এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে সিরিজ।

পবির্তনটা আসলে নেহায়েৎ বাধ্য হয়েই এনেছে এনজেডসি। একই সময়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলও নিউজিল্যান্ড সফরে যাবে। পরিবর্তন এসেছে সেই সূচিতেও। করোনার কারণে নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। করোনার কারণে মূলত সফরকারীদের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ দিতেই পরিবর্তন আনা হয়েছে সূচিতে। এক খবর বিজ্ঞপ্তিতে এই সুযোগ নিশ্চিত করেছে এনজেডসি।

বিজ্ঞপ্তিতে তাঁরা বলেছে, ‘করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা এবং বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টি মাথায় রেখে আসন্ন বাংলাদেশ সফরের সূচি এবং অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।’

নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে মাঠে কিছু দর্শক থাকবে। সে জন্য কিছু টিকেটও বাজারে ছেড়েছিল এনজেডসি। সূচি পরিবর্তনের ফলে এনজেডসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনে দর্শকরা চাইলে টিকেটের অর্থ ফিরিয়ে দেওয়া হবে।

আগের সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিলো ১৩ মার্চ থেকে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হতো ২৩ মার্চ থেকে। নতুন সূচি অনুযায়ী ২০ মার্চ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিনে। ২৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে এবং ২৬ মার্চ শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বেসিন রিজার্ভ, ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

করোনা ভাইরাসের প্রকোপের কারণে বাংলাদেশ দল ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল। তবে, শঙ্কা কাটিয়ে বাংলাদেশ এখন দেশের মাটিতে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত। এই সিরিজ শেষেই আনুষ্ঠানিক ভাবে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল।

  • ওয়ানডে সিরিজের সূচি

২০ মার্চ: তৃতীম ওয়ানডে – ডানেডিন

২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে – ক্রাইস্টচার্চ

২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে – ওয়েলিংটন

  • টি-টোয়েন্টি সিরিজের সূচি

২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি – নেপিয়ার

৩০ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি – অকল্যান্ড

০১ এপ্রিল : তৃতীয় টি-টোয়েন্টি – হ্যামিল্টন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link