নিজেদেরই দোষ দেখছেন তামিম

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনো ৩০৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষেই টেস্টের নিয়ন্ত্রণ হারিয়ে ফলোওয়ানে পড়ার শঙ্কায়ও রয়েছে বাংলাদেশ!

দ্বিতীয় দিন শেষে তামিম ইকবাল জানিয়েছেন ঢাকা টেস্টে এখন পর্যন্ত চালকের আসনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল বড় জুটি গড়তে পারলে তবেই ম্যাচে ফিরবে বাংলাদেশ।

তামিম বলেন, ‘আজকে যদি ২ টা উইকেট কম পড়তো এবং এই রানটা থাকতো আমরা আরও ভালো জায়গায় থাকতাম। যেহেতু ৪ উইকেট পড়ে গেছে বলতে হবে ওরা টপে। কিন্তু আমরা যদি কালকে ১০০-১৫০ রানের জুটি করতে পারি তাহলে হয়তো আমরা আবার খেলায় ফিরে আসতে পারবো।’

তামিমকে খেলায় ফিরে আসার স্বপ্ন দেখাচ্ছে মিরপুরের উইকেট। টেস্টের দ্বিতীয় দিনেও উইকেট ছিলো ব্যাটিং সহায়ক। উইকেটে এখনো তেমন টার্ন দেখা যায়নি। তামিম তাই মনে করেন তৃতীয় দিনের প্রথম ঘন্টাটা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘উইকেট এখনও পর্যন্ত অমন কোনো বিহেভ করেনি, যেটা নিয়ে চিন্তার কিছু আছে। আমাদের জন্য ইম্পরট্যান্ট থাকবে কালকে প্রথম সেশনটা। আমরা যেন উইকেট না হারাই। কারণ অলরেডি আমাদের ৪টা উইকেট পড়ে গেছে। খুব বেশি ব্যাটিং বাকি নেই। এ পার্টনারশিপের ওপরেই অনেক কিছু ডিপেন্ড করবে যে কেমন হবে ম্যাচটা। তাই এটাই আশা করতে পারি যে তাদের একটা ভালো পার্টনারশিপ হবে।’

উইকেট ভালো থাকার পরেও তবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে পরলো কেনো? এমন প্রশ্নের জবাবে তামিম জানিয়েছেন ব্যাটসম্যানদের ভুলের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। ভুল শট খেলতে গিয়েই আউট হয়েছেন সবাই।

এ প্রসঙ্গে তামিমের ভাষ্য, ‘উইকেট অসম্ভব ভালো ছিল। আমরা যখন ব্যাটিংয়ে নামি তখনও উইকেট ভালো ছিল। এ রকম কনো কিছু হচ্ছিলো না। আমার মনে হয় আমাদের যে ৪টা উইকেট পড়েছে। কোনোটা যে খুব ভালো বল হয়েছে বা উইকেটের কারণে পড়েছে তা না। চারটিই ব্যাটসম্যানদের দোষ ছিল দেখেই উইকেটগুলো পড়েছে।’

দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৩০৪ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের ফলোওয়ান এড়াতে এখনো প্রয়োজন ১০৫ রান। হাতে রয়েছে ৬ উইকেট। ধংসস্তুপে পড়া বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনে মুশফিক-মিঠুন ছাড়াও তাকিয়ে থাকবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটের দিকে। তামিম বিশ্বাস করেন ভালো করার সামর্থ্য রয়েছে লিটন-মিরাজের।

তিনি বলেন, ‘বিশ্বাস তো করতেই হবে। এমন না যে ওরা কখনও করেনি। লিটনের দারুণ সামর্থ্য আছে। মেহেদী প্রথম টেস্টে দারুণ খেলেছে। এই পরিস্থিতিতে থাকার পেছনে আমাদের নিজেদেরই দোষ। আমরা যদি ভুলগুলো না করতাম আমরা আরও ভালো অবস্থানে থাকতে পারতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link