সাকিবের কলকাতায় ফেরা

ব্যাট হাতে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইক রেট ১২৬ ও সেরা ইনিংস ৬৬ রানের। ফিফটি করেছেন দু'বার। বল হাতে আইপিএলে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে সাকিব নিয়েছেন ৫৯ উইকেট। ৭.৪৬ ইকোনমিতে ছাড়া সেরা বোলিং ফিগার ১৭ রানে ৩ উইকেট। সবশেষ ২০১৯ সালে হায়দ্রাবাদের হয়ে মাত্র ৩ ম্যাচ সুযোগ পায় সাকিব! ৩ ম্যাচে ৮.৭৬ ইকোনমিতে মাত্র ২ উইকেট লাভ করেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের প্রতীকে পরিণত হয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু মাঝে এই বাংলাদেশি অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছিলো কেকেআর।

নিষিদ্ধ থাকার জন্য গত মৌসুমে আইপিএলে খেলাই হয়নি সাকিবের। অবশেষে আবার সেই কলকাতা দিয়েই আইপিএলে ফিরলেন সাকিব। কলকাতা নাইট রাইডার্স ফিরে পেলো তাদের ময়নাকে।

২০২১ ভিভো আইপিএলের ১৪ তম আসরের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা ভিত্তি মূল্যে থাকা সাকিবকে নেওয়ার জন্য বিড করেন পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত ৩ বছর পর পুনরায় কলকাতায় ভিড়লো সাকিবের জাহাজ।

তিন বছর পর পুনরায় কলকাতার জার্সি জড়িয়ে মাঠ মাতাবেন সাকিব। সাকিব নিলামে বিক্রি হওয়ার পর কলকাতা টিম তাদের একটি টুইটে লিখেন, ‘আমাদের ময়না ঘরে ফিরে এসেছে’।

ব্যাট হাতে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে করেছেন ৭৪৬ রান। স্ট্রাইক রেট ১২৬ ও সেরা ইনিংস ৬৬ রানের। ফিফটি করেছেন দু’বার। বল হাতে আইপিএলে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে সাকিব নিয়েছেন ৫৯ উইকেট। ৭.৪৬ ইকোনমিতে ছাড়া সেরা বোলিং ফিগার ১৭ রানে ৩ উইকেট। সবশেষ ২০১৯ সালে হায়দ্রাবাদের হয়ে মাত্র ৩ ম্যাচ সুযোগ পায় সাকিব! ৩ ম্যাচে ৮.৭৬ ইকোনমিতে মাত্র ২ উইকেট লাভ করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দুর্দান্ত ছিলেন উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে। নিষেধাজ্ঞায় পড়ার আগে সাকিব আল হাসান খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদে।

উইন্ডিজের বিপক্ষে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই হয়েছেন ওয়ানডেতে সিরিজ সেরা। সব মিলিয়ে দারুন ফর্মে আছেন তিনি। নিষেধাজ্ঞায় খেলতে পারেননি আইপিএলের ত্রয়োদশ আসর। তবে এবারের নিলামের আগে থেকেই বেশ গুঞ্জন ছিলো বেশ ভালো দামে বিক্রি হবেন সাকিব। অবশেষে গুঞ্জন টা অনেকাংশে সত্যই হলো। এখন পর্যন্ত আইপিএলে এবারের আসরের দামই সর্বোচ্চ।

এর আগে দুই আসরে আইপিএল শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ১৪ দুই আসরেই সেই দলের অন্যতম সদস্য ছিলেন সাকিব। সব মিলিয়ে বলা যায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।

সাকিব ছাড়াও এবারের নিলামে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...