যেকোনো ব্যাটারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো আকাঙ্ক্ষিত একটা মাইলফলক। এই মাইলফলক স্পর্শ করতে কারও প্রয়োজন হয় লম্বা একটা সময়, কেউ আবার দ্রুতই পেয়ে যান আরাধ্য সেই স্বাদ। এমন কয়েকজনকে নিয়েই আজকের আয়োজন, যারা সবচেয়ে কম বয়সে দেশের জার্সিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন।
- শহীদ আফ্রিদি (পাকিস্তান)
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন শহিদ আফ্রিদি। সেদিন ৩৬ বলে শতক পূর্ণ করেন তিনি, এবং আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ১০২ রান। সেসময় তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর ২১৭ দিন। এটিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের রেকর্ড।
- মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)
লঙ্কানদের বিপক্ষে ২০০১ সালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেই ম্যাচে ১১৪ রানের ধৈর্যশীল এক ইনিংস উপহার দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ হারলেও আশরাফুলের এমন পারফরম্যান্স কারোই নজর এড়ায়নি। মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে যৌথভাবে ম্যাচ সেরার পুরষ্কারও পেয়েছিলেন তিনি। সে সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৬১ দিন, টেস্টে এটিই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির ঘটনা।
- মুশতাক মোহাম্মদ (পাকিস্তান)
আশরাফুলের আগে এই কীর্তির মালিক ছিলেন পাকিস্তানের মুশতাক মোহাম্মদ। ১৭ বছর ৭৮ দিন বয়সে ভারতের বিপক্ষে ১০১ রান করেছিলেন তিনি; ১৯৬১ সালে গড়া এই রেকর্ড টিকে ছিল প্রায় ৪০ বছর।
- শচীন টেন্ডুলকার (ভারত)
ব্যাটারদের রেকর্ড নিয়ে আলোচনা হবে আর শচীন টেন্ডুলকার থাকবেন না এমনটা হওয়ার কথা নয়। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার তালিকায় চার নম্বরে আছেন এই কিংবদন্তি। ১৭ বছর ১০৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৯ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।
- উসমান গনি (আফগানিস্তান)
২০১৪ সালে আফগানিস্তানের উসমান গনি ১১৮ রানের অনবদ্য এক হান্ড্রেড হাঁকিয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে ৷ তাঁর বয়স ছিল ১৭ বছর ২৪২ দিন, ওয়ানডে সংস্করণে এটি দ্বিতীয় কনিষ্ঠতম সেঞ্চুরির কীর্তি। আফগান ক্রিকেটের প্রেক্ষাপটে এটি নি:সন্দেহে বড় অর্জন।