ওপেনিংয়ে রোহিত না বিরাট, কিপিংয়ে কে?

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ভারত, হাতে এক সপ্তাহও সময় নেই। কিন্তু এখনও দলটির ব্যাটিং অর্ডার ঠিক হয়নি, বিশেষ করে ওপেনিংয়ে কারা খেলবেন সেটি চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজম্যান্ট। খুব সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল ইনিংসের সূচনা করবেন, তবে আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্স নতুন ভাবনার জন্ম দিয়েছে।

তাই তো এখন ওপেনার ‘রোহিত নাকি বিরাট’ এমন প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর অবশ্য জয়সওয়ালের সঙ্গে কোহলিকেই দেখতে চান। তিনি বলেন, ‘আমার মতে, বিরাট ও জয়সওয়ালের ওপেনিং করা উচিত। পরিস্থিতি অনুযায়ী রোহিত এবং স্কাই তিন ও চারে ব্যাট করবে – রোহিত স্পিন ভাল খেলে, চার নম্বরে খেলা তাঁর জন্য কঠিন হবে না।’

পরিসংখ্যানও অবশ্য ওয়াসিমের পক্ষে কথা বলছে। এখন আটবার মিডল অর্ডারে ব্যাট করেছেন হিটম্যান, এসময় ৩১ গড় আর ১২৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। অন্যদিকে, উদ্বোধনী ব্যাটার হিসেবে কোহলির গড় ৫৭.১৪ আর স্ট্রাইক রেট ১৬১.২৯।

একইভাবে উইকেটরক্ষক কে হবেন সেটি নিয়ে আলোচনা চলমান আছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। সাঞ্জু স্যামসন আর ঋষাভ পান্ত দু’জনেই ছন্দে আছেন, তবে কম্বিনেশন অনুযায়ী কেবল একজনকেই খেলানো সম্ভব হবে।

এক্ষেত্রে যুবরাজ সিংয়ের পছন্দ পান্তকেই। কারণটা একেবারে সোজা, ভারতীয় ব্যাটিং লাইনআপে ডানহাতি ব্যাটারের আধিক্য বেশি। তাই বৈচিত্র্যের জন্যই দিল্লি ক্যাপিটালসের দলপতিকে বেছে নিয়েছেন তিনি।

এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি হলে ঋষাভকে একাদশে রাখতাম। সাঞ্জুও ফর্মে আছে তবে ঋষাভ বাঁ-হাতি। আর আমার বিশ্বাস, দলকে জেতানোর যথেষ্ট প্রতিভা আছে তাঁর মাঝে। যেটা সে ইতোমধ্যে প্রমাণ করেছে। টেস্ট ক্রিকেটের মতই বড় মঞ্চেও সে নিশ্চিতভাবেই একজন ম্যাচ উইনার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link