বল হালকা অফ স্ট্যাম্পের বাহিরে পড়ে ভেতরে ঢুকছে, নতুন বলে এমন দৃশ্য দেখে অভ্যস্ত কিউই সমর্থকরা। দীর্ঘদিন যাবত নিউজিল্যান্ডের হয়ে নতুন বলে এমন কাজ করে যাচ্ছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। নতুন বলে সুইং করার অসাধারণ দক্ষতার কারণে উদ্বোধনী ব্যাটারদের কাছে তিনি যেন এক দুঃস্বপ্নের নাম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ কিউইদের কাছে। বিশ্বকাপে টিকে থাকতে ম্যাচটি যে জিততেই হবে তাদের। ম্যাচ গুরুত্বপূর্ণ বলেই হয়তো ট্রেন্ট বোল্টের একেকটি বল যেন অগ্নি গোলকরূপে আঘাত করেছে ক্যারিবিয়ান ব্যাটারদের উপর।
প্রথম ওভারেই উইন্ডিজ শিবিরে বোল্টের হানা। এই বাঁ-হাতি বোলারের প্রথম শিকার ওপেনার জনসন চার্লস। তাঁর করা প্রথম ওভারের শেষ বল সরাসরি আঘাত হানে চার্লসের স্ট্যাম্পে। আবারও সেই সুইং দিয়ে পরাস্থ করেন তিনি ব্যাটারকে। সেখানেই ক্যারিবিয়ানদের হোঁচট খাওয়া শুরু। বোল্টের প্রথম ওভারে ব্যাট থেকে রান নিতে পারেননি দুই উদ্বোধনী ব্যাটার।
তার পরের উইকেটটি আরও গুরুত্বপূর্ণ। তেরোতম ওভারে আবারও বোলিংয়ে আসেন ট্রেন্ট বোল্ট। তার আগের ওভারেই দুই চার ও এক ছয়ে বিধ্বংসী হয়ে উঠছিল ক্যারিবীয় ব্যাটার রাসেল। তবে বোল্টের তৃতীয় ওভারের তিন নম্বর বলে আবারও বড় শট খেলতে গিয়ে ধরা পড়েন রাসেল। বোল্টের একটি স্লোয়ার বলে সজোরে ব্যাট চালান তিনি। তবে বলটি আকাশে উড়ে সোজা ফার্গুসনের হাতে চলে যায়। ফলে মাত্র ১৪ রানেই ফিরতে হয় রাসেলকে।
নিজের শেষ ওভার করতে এসে আবারও ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন তিনি। এবার তার শিকার আলজারি জোসেফ। রাউন্ড দ্য উইকেট থেকে করা বোল্টের বলটি সরাসরি আঘাত হানে স্ট্যাম্পে।
চার ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। এর মধ্যে একটি মেইডেন ওভারও ছিল তার। অর্থাৎ অধিনায়কের আস্থার প্রতিদান যথার্থভাবেই দিলেন ট্রেন্ট বোল্ট। দলের প্রয়োজনে নিজের সেরাটাই উজাড় করে দিলেন এই কিউই বোলার।