বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে চলে যায় ভারত। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১১০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। জবাবে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় ভারত।
শুরুতেই দুই অভিজ্ঞ খেলোয়াড় ভিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারায় ভারত। তিন নম্বরে আসা ঋষাভ পান্তও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। তবে সুরিয়াকুমার যাদবের ৫০ ও শিভাম দুবের ৩১ অপরাজিত ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় ভারত।
ভারতের এই জয়ে এখনও বিশ্বকাপ স্বপ্ন টিকে রইলো পাকিস্তানের। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় তুলতে সক্ষম হয় পাকিস্তান। নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হারের পর কানাডার বিপক্ষে তৃতীয় ম্যাচে তাদের প্রথম জয় পায় পাকিস্তান।
গ্রুপ এ তে রয়েছে আর মাত্র ৩ টি ম্যাচ। এই তিনটি ম্যাচই পাকিস্তানের সুপার এইটে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সর্ব প্রথম ১৪ জুন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড এর ম্যাচে জিততে হবে আয়ারল্যান্ডকে। এরপর ভারত-কানাডার ম্যাচে জয় তুলে নিতে হবে ভারতকে। আর সর্বশেষ ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ নিজেদের করে নিতে হবে পাকিস্তানকে।
একমাত্র এই ফলাফলগুলোই পারবে পাকিস্তানকে পরের রাউন্ডে নিয়ে যেতে। এই ফলাফলের পর ভারত ৮ পয়েন্ট নিয়ে থাকবে গ্রুপ টেবিলের শীর্ষে। এবং পাকিস্তান ও যুক্তরাষ্ট্র উভয়েরই পয়েন্ট হবে ৪।
তবে নেট রান রেট বাড়ানোর জন্য অবশ্যই পাকিস্তানকে আয়ারল্যান্ড বিরুদ্ধে বড় ব্যাবধানে জিততে হবে। যার ফলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট সমান হলেও যেন নেট রান রেটের ভিত্তিতে সুপার এইটে যেতে পারে পাকিস্তান।
নেট রান রেটের গুরুত্ব থাকা সত্ত্বেও কানাডার বিরুদ্ধে ম্যাচটিতে পাকিস্তান সতর্কতার সাথে খেলতে থাকে। যার ফলে প্রত্যাশার থেকে ধীর গতিতে শেষ হয় ম্যাচটি।
তবে গ্রুপের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। যেখানে বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। এবং আসেপাশের এলাকায় বন্যার জন্য পূর্বাভাস দেওয়া আছে। তাই সুপার এইটে উঠতে হলে পাকিস্তানের প্রকৃতির সহায়তাও লাগবে।