যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বিশ্বকাপ স্বপ্ন শেষ পাকিস্তানের। গ্রুপ এ তে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান থেকে সুপার এইটে পাড়ি জমিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এই যুক্তরাষ্ট্রের কাছেই পরাজিত হয়েছিল পাকিস্তান।
পাকিস্তানের এমন পারফরম্যান্সে হতাশ পাকিস্তানি ভক্ত ও সাবেক পাকিস্তানি ক্রিকেটেররা। বিশ্বকাপে এমন হতাশাজনক ফলাফলের পর পাকিস্তান দলে বড় পরিবর্তন আসবে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমরা কিছুদিন থেকে শুনেছি যে আট থেকে নয়জন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হবে। কিন্তু এমন সম্ভব হয় না। আপনি আট থেকে নয়জন খেলোয়াড়কে সরিয়ে দেন যখন আপনার কাছে অনেক ক্রিকেটার আছে যারা অপেক্ষা করছে সুযোগের জন্য।’
তিনি শক্তিশালী বেঞ্চ গঠনের দিকে জোর দিয়ে বলেন, ‘আপনি যদি একজন খেলোয়াড় হিসেবে বাবরকে সরিয়ে দেওয়ার কথা বলেন, তাহলে আপনার কাছে কি তার বিকল্প কেউ আছে? আমাদের কি এমন একজন খেলোয়াড় আছে যে রিজওয়ানের জায়গা নিতে পারে? যখন আপনার একটি শক্তিশালী বেঞ্চ থাকে তখন এই ধরনের আলোচনা করা হয়।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডকে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিৎ, মনে করেন আফ্রিদি। কয়েকজনের নাম ধরে সুপারিশও করলেন সাবেক এই অধিনায়ক।
আফ্রিদি বলেন, ‘আপনার ঘরোয়া ক্রিকেটেরদের সম্মান দিতে হবে। তারা সারা বছর খেলে এবং দুর্দান্ত পারফরম্যান্স দেয়। যেমন সালমান আলী আগা, সৌদ শাকিল, সাহেবজাদা ফারহান, পেসার মোহাম্মদ আলী এবং আরও অনেকে। এই খেলোয়াড়রা সারা বছর ঘরোয়া ক্রিকেট ভালো খেলে। যদি আমরা তাদের উপেক্ষা করে তিন ম্যাচ ভাল খেলা একজন খেলোয়াড় নিয়ে আসি, তাহলে আমরা অবিচার করছি।’
বর্তমানে দলে খারাপ খেলা খেলোয়াড়দের উদ্দ্যেশে তিনি বলেন, ‘এই দলের খেলোয়াড় যেমন আজম খান বা সায়িম আইয়ুব এর উচিত টানা দুই বছর ঘরোয়া ক্রিকেট খেলা। এবং তাদের ফিটনেস বজায় রাখতে কাজ করা। নির্বাচক কমিটিকে নিশ্চিত করা উচিত যে আপনি যদি পাকিস্তানের হয়ে খেলতে চান তবে আপনাকে এসব কাজ করতে হবে।’