কোপা আমেরিকার সেরা শিকারী

কোপা আমেরিকার ইতিহাসে সবচাইতে বেশি গোল কে করেছেন? এই রেকর্ড কোন একজনের দখলে নেই। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার নর্বের্তো মেনদেজ ও ব্রাজিলের জিজিনহো। দুজনেই প্রায় একই সময়ে খেলেছেন নিজ নিজ জাতীয় দলের হয়ে। তবে ট্রফি জয়ের দিক দিয়ে এগিয়ে আছেন মেনদেজ।

  • নর্বের্তো মেনদেজ (আর্জেন্টিনা)

তার পুরো নাম নর্বের্তো দরোতেও মেনদেজ, তবে তুচো নামে তিনি পরিচিত ছিলেন। আর্জেন্টিনা জাতীয় দলে তিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতেন। ক্যারিয়ারে (১৯৪৫-৫৭) ৩৩ ম্যাচে করেছিলেন ১৯ গোল যার মধ্যে ১৭ গোলই তিনি করেছেন কোপা আমেরিকায়।

নিজ দেশের হয়ে তিনি ৩টি কোপা আমেরিকা শিরোপা (১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭) জিতেছেন। এর মধ্যে তিনি ১৯৪৫-এর কোপায় ৭ গোল করে ব্রাজিলের এলেনো দে ফ্রেইতাস-এর সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন। ব্রাজিল-আর্জেন্টিনা ক্লাসিকোতে হ্যাটট্রিক করার দুর্লভ রেকর্ড আছে তাঁর।

  • জিজিনহো (ব্রাজিল)

পুরো নাম থমাস সোয়ারেস দা সিলভা। ব্রাজিল জাতীয় দলে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেছেন ১৯৪২ থেকে ১৯৫৭ পর্যন্ত, ৫৩ ম্যাচে তিনি ৩০ গোল করেছেন। তাঁর অসাধারণ ড্রিবলিং, পাসিং, প্লে-মেকিং, শুটিং এবং সেই সাথে ম্যান মার্কিং কোয়ালিটির জন্য কিংবদন্তি পেলে তাঁকে একজন আদর্শ মনে করতেন।

১৯৫০ সালের বিশ্বকাপে তিনি নজরকাড়া পারফর্মেন্স উপহার দেন। শেষ মুহূর্তে দলে নেয়ার কারণে তিনি ১৯৫৪ ও ১৯৫৮ সালের বিশ্বকাপের ব্রাজিল দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। কোপা আমেরিকায় ১৭ গোল করে তিনি যৌথভাবে শীর্ষ গোলদাতা হয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link