ক্লাব ফুটবলে যেমন তেমন, নেদারল্যান্ডসের জার্সিতে কোডি গ্যাকপো বরাবরই অসাধারণ। গত বিশ্বকাপেই তিন গোল করেছিলেন তিনি, চলতি ইউরোতেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। এখন পর্যন্ত তিন গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট যোগ হয়েছে তাঁর ঝুলিতে। রাউন্ড অব সিক্সটিনেও এই তরুণের অবদানে জয় পেলো ডাচরা, রোমানিয়াকে হারিয়েছে ২-০ গোলে।
দল হিসেবে রোমানিয়াকে টুর্নামেন্ট শুরুর আগে কেউই হেভিওয়েটের তালিকায় রাখেনি, তবে ফিফা র্যাংকিংয়ে ৪৭ নম্বরে থাকা দলটা প্রথম ম্যাচেই চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে; অথচ নেদারল্যান্ডসের পরিস্থিতি ঠিক বিপরীত। ফেভারিট হিসেবে ইউরো জয়ের মিশন শুরু করলেও মাঠের পারফরম্যান্সে মন ভরাতে পারেনি।
তাই তো রোমানিয়া-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা ছিল সবার, যদিও সাম্প্রতিক ফর্মের হিসেব উল্টে দিয়েছে ডাচরা। প্রায় ৭০ শতাংশ বল দখলে রেখেছিল দলটি, প্রতিপক্ষের গোলমুখে শট নেয়ার ক্ষেত্রেও যোজন যোজন এগিয়ে আছে তাঁরা।
এদিন ম্যাচের মাত্র বিশ মিনিটেই দলকে এগিয়ে দেন গ্যাকপো। বামপ্রান্ত থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি, এরপর গোলরক্ষককে পরাস্ত করতে কোন সমস্যাই হয়নি তাঁর। এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় নেদারল্যান্ডস, ৬৪ মিনিটে এই ফরোয়ার্ড আবারো গোলের দেখা পান। যদিও অফসাইডের কারণে সেটা আর হিসেব হয়নি।
ম্যাচের শেষদিকে অবশ্য রোমানিয়ার রক্ষণ ভেসে যায় বানের জলের মতই। ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে ম্যাচের ভাগ্য গড়ে দেন ডনিয়েল ম্যালেন। সেই গোলের অ্যাসিস্টও এসেছিল গ্যাকপোর পা থেকে। খানিক পরে আবারো রোমানিয়ার কফিনে পেরেক ঠুকে দেন ম্যালেন।
নেদারল্যান্ডসের ভাবনায় এখন কেবল কোয়ার্টার ফাইনাল, ইউরোতে নিজেদের দাপট দেখাতে সেরা আটে ভাল খেলতেই হবে তাঁদের।