২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খুব বেশি দূরে নেই, কিন্তু টুর্নামেন্টের ভাগ্য এখনো সুতোয় ঝুলছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পাকিস্তানে দল পাঠাতে না চাওয়ায় টুর্নামেন্টের রূপরেখা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান এককভাবে আয়োজন করবে নাকি হাইব্রিড মডেল অনুসরণ করতে হবে সেটা এখনো নিশ্চিত নয়।
তবে ইংল্যান্ড নিজেদের অবস্থান স্পষ্ট করতে দ্বিধা করেনি, ভারতের অংশ না নিলেও পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী তাঁরা। এ ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি নিজের সমর্থনের কথা জানান।
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত করাটা ইসিবি এবং পিসিবি দুই পক্ষের জন্যই ইতিবাচক বিষয়।’
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা নিয়েও কথা বলেছেন এই ক্রিকেট কর্তা। তাঁর মতে, এই বৈরিতা দুই দলের ক্রিকেটীয় লড়াইয়ের রোমাঞ্চ আরো বাড়িয়ে দিয়েছে। সেজন্যই লর্ডসে ভারত বনাম পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজন করতে মুখিয়ে আছে ইসিবি।
তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সবাই পছন্দ করে। আমি বলব না এটা আয়োজন করা অসম্ভব। বিসিসিআই এবং পিসিবির মধ্যকার রাজনীতি অনেক দিন আগ থেকেই, দুই দেশের সরকারের মধ্যেও একই রকমের সম্পর্ক। আমার কাছে ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং লেগেছে।’
গোল্ড আরো বলেন, ‘গত সপ্তাহে আইসিসির সভা উপলক্ষে আমরা শ্রীলঙ্কায় ছিলাম। সেখানেও পাকিস্তান ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটের ব্যাপক সমর্থন রয়েছে। কিন্তু যখন রাজনৈতিক ইস্যু চলে আসে তখন সমর্থকদের পাগলামি আরো বেড়ে যায়।’