Social Media

Light
Dark

১৭ বছরের এস্তেভাও, ব্রাজিলের নিজস্ব মেসি

ব্রাজিলের সাম্প্রতিক ফুটবল সাফল্য না থাকলেও আজও এই দেশটি ফুটবল প্রতিভার খনি। আর সেই খনি থেকে আসা প্রতিভার মিছিলের নতুন মুখ এস্তেভাও উইলিয়ান। বয়স মাত্র ১৭ অথচ, এখনই তাঁকে ঘিরে ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করেছে ব্রাজিল।

ব্রাজিলের সাম্প্রতিক ফুটবল সাফল্য না থাকলেও আজও এই দেশটি ফুটবল প্রতিভার খনি। আর সেই খনি থেকে আসা প্রতিভার মিছিলের নতুন মুখ এস্তেভাও উইলিয়ান। বয়স মাত্র ১৭ অথচ, এখনই তাঁকে ঘিরে ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করেছে ব্রাজিল।

ইউরোপিয়ান ফুটবলেও এস্তেভাও-কে ঘিরে চাহিদার শেষ নেই। আগামী মৌসুমে ১৮ বছর হবার পর পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিবেন এস্তেভাও।

ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের দলটিতে থেকে কেনার জন্য চেলসি তাঁর জন্য ৭১ মিলিয়ন ডলার খরচ করতে রাজি হয়েছে। ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকার অন্যতম আকষর্ণীয় প্রতিভা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। তুলনা করা হচ্ছে স্বয়ং লিওনেল মেসির সাথে।

বলা হচ্ছে এস্তেভাওয়ের গেম অ্যাওয়ারনেস চমৎকার। মাঠে খেলার গতি ও প্রকৃতি বোঝার সহজাত ক্ষমতা আছে তাঁর। আর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে জানেন যার জন্য ১৭ বছর বয়সেই তিনি বেশ পরিণত।

এর সঙ্গে অসাধারণ ড্রিবলিংয়ের সহজাত সামর্থ্যের কারণে অনেকেই তাঁকে ডাকেন ‘মেসিনহো’ নামে, যেটার বাংলা করলে দাঁড়ায় ছোট মেসি। যদিও, তাঁর সামনে এখনও লম্বা পথ বাকি।

আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। গত নভেম্বরে মত্র ১৭ বছর বয়সে কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জার্সি গায়ে এনড্রিকের অভিষেক হবার পর এখন আরেক টিনএজারকে দলে নিল সেলেসাওরা।

মার্চে ইংল্যান্ডের হয়ে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে গোলও করেছেন এনড্রিক। গত মাসে ছয় বছরের চুক্তিতে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি সম্পন্ন করেছেন এনড্রিক।

পালমেইরাসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন এনড্রিক। এস্তেভাও-ও তাই। এই দু’জনের ভবিষ্যত কোন দিকে যাবে, সেটা এখন সময়ই বলে দেবে।

Share via
Copy link