Social Media

Light
Dark

২০১৯ বিশ্বকাপ, ধোনি যদি চারে ব্যাট করতেন?

কিন্তু বিপত্তি বাঁধে ব্যাটিংয়ে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত কিংবা কোহলি কেউই টিকতে পারেননি ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের বিপক্ষে। শেষদিকে রবীন্দ্র জাদেজা আশা জাগিয়েছিলেন বটে, কিন্তু হাফ-সেঞ্চুরিয়ান ধোনির বিদায়ে সব আশা শেষ হয়ে যায় তাঁদের।

রান আউটে শুরু, রান আউটেই শেষ – মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্ম আর সমাপ্তি গাঁথা আছে একই সুতোয়। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি খেলেছিলেন ভারতের জার্সিতে নিজের শেষ ম্যাচ। সেদিন তাঁর আউটের মধ্য দিয়েই ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেমে গিয়েছিল।

ads

ইংল্যান্ড বিশ্বকাপে ধোনি অবশ্য খেলেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন হিসেবেই। পিক ফর্মে না থাকলেও তাই সবার প্রত্যাশা ছিল তাঁর ওপর, বিশেষ করে রোহিত শর্মা একটু বেশিই ভরসা করেছিলেন তাঁকে।

সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিওর কারণেই মূলত রোহিতের কথা আলাদা করে বলা। ২০১৯ সালে ধারণকৃত একটি ভিডিওতে তিনি কথা বলেছিলেন ক্যাপ্টেন কুলকে নিয়ে আর সেখানেই জানিয়েছেন তাঁকে নিয়ে নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা।

ads

এই ওপেনার বলেন, ‘আমার সব সময়ই মনে হয় ধোনির চার নম্বরে ব্যাটিং করা দলের জন্য আদর্শ হবে। তবে এটা পুরোপুরি অধিনায়ক (বিরাট) এবং কোচ কি ভাবছে সেটার ওপর নির্ভর করে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম যদি তিনি চার নম্বরে ব্যাট করতো।’

সেবারের বিশ্ব আসরে ভারত বরাবরের মতই হট ফেভারিট ছিল, গ্রুপ পর্বে নয় ম্যাচের সাতটিতে জয় আর এক পরাজয়কে সঙ্গী করে সেমিতে জায়গা করে নেয় তাঁরা। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে পেয়েছিল, ২৪০ রানে কিউইদের থামিয়ে দিয়ে বোলাররাও নিজেদের কাজটা করে দিয়েছিলেন।

কিন্তু বিপত্তি বাঁধে ব্যাটিংয়ে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত কিংবা কোহলি কেউই টিকতে পারেননি ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের বিপক্ষে। শেষদিকে, রবীন্দ্র জাদেজা আশা জাগিয়েছিলেন বটে, কিন্তু হাফ-সেঞ্চুরিয়ান ধোনির বিদায়ে সব আশা শেষ হয়ে যায় তাঁদের।

Share via
Copy link