জাতীয় দলের অনুশীলনে নতুন মুখ, ঠিক নতুন নয় অবশ্য। ঘরোয়া ক্রিকেট কিংবা বয়সভিত্তিক দলের খেলায় আপনি তাঁকে দেখেছেন নিশ্চয়ই – বলছি জিসান আলমের কথা। ভারত সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তবে কি টি-টোয়েন্টি দলের স্কোয়াডেও রাখা হবে তাঁকে – স্বাভাবিকভাবেই কৌতূহল জেগেছে ক্রিকেটাঙ্গনে।
আগ্রাসী মেজাজ নিয়েই এসেছেন জিসান, বাবা জাহাঙ্গীর আলম সাবেক ক্রিকেটার হওয়ায় রক্তে মিশে আছে ক্রিকেট আর তাই আত্মবিশ্বাসটাও বেশি। যেখানে, যে দলের হয়েই খেলেন বোলারের ওপর ছড়াও হতে দু’বার ভাবেন না তিনি। সবশেষ হাইপারফরম্যান্স টিম হয়ে অস্ট্রেলিয়া সফরেও তাঁর ব্যাটে ছিল আগ্রাসনের ছোঁয়া।
সেজন্যই টিম ইন্ডিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজ খেলার আগে অনুশীলনে ডাকা হয়েছে এই ডানহাতিকে; কোচ সোহেল আহমেদ ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছেন তাঁর। সিনিয়র ক্রিকেটাররাও এসে কথা বলেছে। যাদের মত হওয়ার স্বপ্ন দেখেছেন সবসময় প্রথমবারের মত তাঁদের সাথে অনুশীলন করতে পেরে তিনিও খুশি আটকে রাখতে পারেননি।
বোলিং মেশিনের সামনে অনেকক্ষণ ব্যাটিং করেছিলেন এই তরুণ। পাশে দাঁড়িয়ে সেটা কাছ থেকে দেখেছেন কোচ সোহেল আহমেদ নিজেই। ভুল শট দেখলেই শুধরে দিয়েছেন, কখনো আবার ফুটওয়ার্ক দেখিয়ে দিয়েছেন। তবে সবমিলিয়ে তাঁর ওপর সন্তুষ্টই মনে হয়েছে।
যদিও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে যাবেন এই ওপেনার সেটা ভাবা বাড়াবাড়ি হবে। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাওয়ার আগে কাজ করার অনেক কিছুই আছে তাঁর। তবে তিনি যে এখনি জাতীয় দলের রাডারে চলে এসেছেন সেটা নিশ্চিত।
ঢাকা প্রিমিয়ার লিগে ১২৮ স্ট্রাইক রেট জিসানের আক্রমণাত্বক অ্যাপ্রোচের সাক্ষ্য দেয়। তাঁর শরীরী ভাষাও ভয়ের লেশ মাত্র নেই, প্রথম বল থেকেই রানের নেশায় মত্ত হতে পারেন তিনি – এমন একজনকেই খুঁজছে বাংলাদেশ। তাই তো বিসিবি বিনিয়োগ করছে তাঁর ওপর, বিনিয়োগের ফসল কবে পাওয়া যাবে সেটাই এখন বিষয়।