শেবাগ ঝড়ে উড়ে গেলো সুজনরা

সহজাত আক্রমণাত্মক ব্যাটিং করে ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ বোলারদের গুড়িয়ে দিতে ক্যারিয়ার জুড়েই খ্যাতি ছিলো বিরেন্দর শেবাগের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভারতীয় এই ওপেনার অবসর নিয়েছেন প্রায় সাত বছর আগে। অবসর নেওয়ার এতো দিন পরে এসে একটুও পরিবর্তন হয়নি তাঁর ব্যাটিংয়ের ধরণ।

সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতে আজ থেকে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শেবাগের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ লিজেন্ডসকে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে ভারত লিজেন্ডস।

জয়ের জন্য ভারত লিজেন্ডসের প্রয়োজন ছিলো মাত্র ১১০ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলদেশ লিজেন্ডসের অধিনায়ক মোহাম্মাদ রফিকের করা ইনিংসের প্রথম ওভারেই ১৯ রান সংগ্রহ করেন শেবাগ। এরপর শেবাগ এই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন পুরো ইনিংস জুড়েই। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক শচীন টেন্ডুলকার।

শেবাগ-শচীনের উদ্বোধনী জুটিতে মাত্র ১০.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত লিজেন্ডস। মাত্র ৩৫ বলে ১০ টি চার ও ৫ টি ছয়ের সাহায্যে ৮০ রান করে অপরাজিত থাকেন শেবাগ এবং শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৩ রান।

বাংলদেশী বোলারদের ভিতর মোহাম্মদ রফিক ৩ ওভারে ২৬ ও মোহাম্মদ শরিফ ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। এছাড়া আলমগীর কবির ২ ওভারে ২৫ এবং খালেদ মাহমুদ সুজন দেন ২.১ ওভারে ৩২ রান।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ লিজেন্ডসকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার নাজিমউদ্দিন ও জাভেদ ওমর বেলিম। বেলিম দেখে শুনে খেললেও শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন নাজিমউদ্দিন। নাজিমউদ্দিনের আক্রমণাত্মক  ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৫০ রান তোলে বাংলদেশ।

প্রজ্ঞান ওঝার বলে স্ট্যাম্পিং হয়ে ১৯ বলে ১২ রান করে জাবেদ ওমর বেলিম আউট হয়ে গেলে ভাঙ্গে ৮ ওভারে ৫৯ রানের উদ্বোধনী জুটি। সঙ্গী হারিয়ে উইকেটে বেশীক্ষণ থাকতে পারেননি দারুণ খেলতে থাকা নাজিমউদ্দিনও।   ৩৩ বলে ৮ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ৪৯ রান করে যুবরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পরই ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রজ্ঞান ওঝা, যুবরাজ সিং ও বিনয় কুমারের বোলিং তোপে একে একে ফিরে যান মোহাম্মদ রফিক (১), নাফিজ ইকবাল (৭), হান্নান সরকার (৩), আব্দুর রাজ্জাক (২) ও মোহাম্মদ শরিফ (৫)। খালেদ মাহমুদ সুজনের ব্যাট থেকে আসে ৭ রান এবং খালেদ মাসুদ পাইলট অপরাজিত থাকেন ৬ রান করে।

ভারতীয় বোলারদের ভিতর ২ টি করে উইকেট শিকার করেন প্রজ্ঞান ওঝা, যুবরাজ সিং ও বিনয় কুমার। এছাড়া ১ টি করে উইকেট পেয়েছেন ইরফান পাঠান ও মানপ্রীত গণি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ লিজেন্ডস: ১০৯/১০ (ওভার: ১৯.৪) (নাজিমউদ্দিন- ৪৯, বেলিম- ১২, নাফিজ- ৭, হান্নান- ৩, রাজ্জাক- ২, শরিফ- ৫,  রাজিন- ১২, সুজন- ৭, মাসুদ- ৬*) (প্রজ্ঞান- ১২/২, যুবরাজ- ১৫/২, বিনয়- ২৫/২, গণি- ১৯/১, পাঠান- ৩/১)

ভারত লিজেন্ডস: ১১৪/০ (ওভার: ১০.১) (শেবাগ- ৮০*, শচীন- ৩৩*)

ফলাফল: ভারত লিজেন্ডস ১০ উইকেটে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link