মিঠুনের ‘নিউজিল্যান্ড রহস্য’ চলছে!

মোহাম্মদ মিঠুনের জাতীয় দলে জায়গা নিয়ে প্রশ্ন তোলার লোকের অভাব নেই।

কিন্তু নিউজিল্যান্ডে মিঠুন যেনো এক অন্য পারফরমার। এখানে সর্বশেষ দুই ওয়ানডেতে ফিফটি করেছেন। আজ অনুশীলন ম্যাচেও পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। তবে শেষ হাসিটা মিঠুনদের প্রতিপক্ষ, শান্ত একাদশই হেসেছে।

অনেক সম্ভবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হয়েছিলো মোহাম্মদ মিঠুনের। আস্থার প্রতিদান দিয়ে দলের বিপর্যয়ে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতেই খেলেছিলেন দারুণ এক ইনিংস। ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে অবদান রেখেছিলো তাঁর প্রথম হাফসেঞ্চুরিটি।

ঐ এশিয়া কাপেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় হাফসেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ মিঠুন। এর পরের বছর নিউজিল্যান্ডের মাটিতে টানা দুই ওয়ানডেতে দলের বিপর্যয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলে জায়গাও পাকা করে ফেলেছিলেন এই ব্যাটসম্যান। মিঠুন ক্যারিয়ারের প্রথম চারটি হাফ সেঞ্চুরিই করেছিলেন দেশের বাইরে।

কিন্ত, এরপরই পথ হারায় মোহাম্মদ মিঠুনের আন্তর্জাতিক ক্যারিয়ার। একের পর এক ব্যর্থতায় দল থেকে একেবারে বাদ না পড়লেও অনিয়মিত হয়ে পড়েন মিঠুন। পরের দুই বছরে ১৩টি ওয়ানডে খেলা মিঠুনের ব্যাট থেকে আসে মাত্র একটি হাফ সেঞ্চুরি। সেটাও খেলেছিলেন এক বছর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে।

টানা ব্যর্থতার পর বাংলাদেশের সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি এই ব্যাটসম্যান। এরপরেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দলে রয়েছেন তিনি। দলে জায়গা পেতে ভূমিকা রেখেছে সর্বশেষ নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্সই।

নির্বাচকদের আস্থার প্রতিদান দিতেও বেশী সময় নেননি এই ব্যাটসম্যান। ওয়ানডে সিরিজ শুরু আগে কুইন্সটাউনে আজ নিজেদের ভিতর ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলো বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের হয়ে ৬৬ রানের ইনিংস খেলে মিঠুন যেন জানান দিয়ে রাখলেন এবারও প্রস্তুত তিনি।

মিঠুনের ৬৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে তামিম একাদশ। এছাড়া শেখ মেহেদী হাসান ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫ ও সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ২৮ রান। শান্ত একাদশের পক্ষে ৪২ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন রুবেল হোসেন।

২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাস (৫৯), মুশফিকুর রহিম (৫৪) ও মেহেদী হাসান মিরাজের (৫০) হাফসেঞ্চুরিতে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নাজমুল হোসেন শান্ত একাদশ। অন্যদের সুযোগ দিতে হাফসেঞ্চুরি করার পর উঠে গিয়েছেন সবাই।

আগামী ২০ মার্চ ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে এবং ২৬ মার্চ শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বেসিন রিজার্ভ,ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link