ক্রিকেটের সবচেয়ে ছোটো সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বেশি দাপট থাকে ব্যাটসম্যানদের। ব্যাটসম্যানরা বেশির ভাগ বলই সীমানার ওপারে আছড়ে ফেলতে চান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি লিগ। এখানে বিশ্বের সব বাঘা বাঘা ক্রিকেটাররা খেলতে আসেন। এখানে পারফর্ম করা যেকারো জন্যই ক্রিকেটারই জন্যই কঠিন। আইপিএলের মঞ্চ যেকোনো বোলারের জন্যই এক কঠিন জায়গা। এখানে নিয়মিত ডট বলের দেখা পাওয়াদের তাই আলাদা চোখেই দেখা হয়। আইপিএল ইতিহাসে যেসব বোলার সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন তাঁদেরকে নিয়ে খেলা ৭১ এর আজকের এই আয়োজন।
- হরভজন সিং
হরভজন সিং, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড তাঁর। আইপিএলের ২০০৮ মৌসুম থেকে খেলছেন হরভজন সিং।
এখন পর্যন্ত আইপিএলে ১৫৭ ইনিংসে মোট বল করেছেন ৫৬২.২ ওভার। এর মধ্যে ডট বল ছিলো ১২৪৯ টি। আইপিএল ক্যারিয়ারে হরভজনের ইকোনমি রেট ৭.০৫ এবং সেরা বোলিং ১৮ রানে ৫ উইকেট।
- রবিচন্দন অশ্বিন
বর্তমানে ভারতের টেস্ট দলের অন্যতম সেরা স্পিনার রবিচন্দন অশ্বিন। তিনি আইপিএলে মোট বল করেছেন ৩২৩০ টি।
এখন পর্যন্ত আইপিএলে তিনি ডট বলে করেছেন ১১৭০ টি। অশ্বিন আইপিএলে মোট উইকেট নিয়েছেন ১৩৮ টি, ইকোনমি রেট ৬.৮৭। এই বারের আইপিএলে তাঁকে মাঠে দেখা যাবে দিল্লি ক্যাপিট্যালসের জার্সিতে।
- ভূবনেশ্বর কুমার
আইপিএলের ১৩ টি আসরের মধ্যে ১০ টি আসরে দেখা গেছে ভূবনেশ্বর কুমারকে। তিনি আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদে বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন।
ভুবনেশ্বর কুমার এখন পর্যন্ত আইপিএলে ১২১ ইনিংসে বল করেছেন ৪৪৯.৩ ওভার। এর মধ্যে ডট বল ছিল ১১৬৪ টি। আইপিএলে তাঁর ইকোনমি রেট ৭.২৩।
- লাসিথ মালিঙ্গা
সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম কার্যকর বোলার ছিলেন লাসিথ মালিঙ্গা। তাঁর দূর্দান্ত সব ইয়র্কার ছিলো যেকোনো ব্যাটসম্যানের জন্য ভয়ংকর।
মালিঙ্গা আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আইপিএলে ১২২ ইনিংসে বল করেছেব ৪৭১.১ ওভার। এর মধ্যে ডট বল ছিলো ১১১৫ টি। আইপিএলে ক্যারিয়ারে তিনি উইকেট নিয়েছেন ১৭০ টি। আর সেরা বোলিং ছিল ১৩ রানে ৫ উইকেট।
- পিযুষ চাওলা
পিযুষ চাওলা আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। মাঝে কলকাতা, চেন্নাইয়ে খেলে এই মৌসুমে খেলবেন মুম্বাইয়ের হয়ে।
এই লেগ স্পিনার আইপিএলে এখন পর্যন্ত ৫৪১.৪ ওভার বোলিং করেছেন। এর মধ্যে ডট বল ছিল ১১৪৮ টি। আইপিএলে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ১৭ রানে ৪ উইকেট।
ডট বল ব্যাটিং কিংবা বোলিং টিমের জন্য কোনো দলের জন্যই স্বাভাবিক কোনো সাফল্য নয়। কারণ ডট বলে কোনো রান কিংবা উইকেট হয় না। তবে এই ডট বলের ফলে বোলিং দল সুবিধা পায়, কারণ ডট বলের কারণে ব্যাটিং দলের রান করার চাপ অনেক বেশি বেড়ে যায়। এই কারণে ডট বলকে অনেক বেশি কার্যকর হিসেবে ধরা করা হয়।