অবশেষে এমবাপ্পের পায়ে গোল, স্বস্তির জয় রিয়ালের

এমবাপ্পের গোলখরা কাটানোর দিনে গোল পেয়েছেন ফেদেরিকো ভালভার্দেও। জাতীয় দলের জার্সিতে গত ম্যাচেই গোল পেয়েছিলেন তিনি, ডি বক্সের বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে কাঁপিয়ে দিয়েছিলেন ব্রাজিলের জাল। প্রায় একই দৃশ্যের অবতারণা ঘটেছে এদিনও, সেট পিস পরিস্থিতিতে প্রায় বিশ গজ দূর থেকে নেয়া তাঁর শট সরাসরি আশ্রয় নেয় জালে। মার্কো দিমিত্রিভিচ স্রেফ চেয়ে চেয়ে দেখেছিলেন।

জুড বেলিংহ্যামের ট্যাকেলের সুবাদে একেবারে ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র, এরপর চোখের পলকে বক্সে ঢুকে পড়েন তিনি। নিজেই গোল মুখে শট নিতে পারতেন কিন্তু নি:স্বার্থ বন্ধুর পরিচয় দিয়ে স্কয়ার পাসে খুঁজে নিলেন কিলিয়ান এমবাপ্পেকে। ফাঁকা পোস্টে গোল দিতে ফরাসি তারকাকে আর কষ্ট হয়নি।

গোলটার গুরুত্ব অবশ্য সংখ্যাতত্ত্বে মাপা যাবে না। এল ক্লাসিকো কিংবা এসি মিলানের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে গিয়েছিল; গোল পাননি টানা চার ম্যাচ। অবশেষে স্বস্তির বৃষ্টি হয়ে এলো এই গোল – লিগে এখন তাঁর মোট সংগ্রহ দাঁড়ালো সাত গোল।

এমবাপ্পের গোলখরা কাটানোর দিনে গোল পেয়েছেন ফেদেরিকো ভালভার্দেও। জাতীয় দলের জার্সিতে গত ম্যাচেই গোল পেয়েছিলেন তিনি, ডি বক্সের বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে কাঁপিয়ে দিয়েছিলেন ব্রাজিলের জাল। প্রায় একই দৃশ্যের অবতারণা ঘটেছে এদিনও, সেট পিস পরিস্থিতিতে প্রায় বিশ গজ দূর থেকে নেয়া তাঁর শট সরাসরি আশ্রয় নেয় জালে। মার্কো দিমিত্রিভিচ স্রেফ চেয়ে চেয়ে দেখেছিলেন।

নিজের চিরচেনা মিডফিল্ডার পজিশন ছেড়ে রাইটব্যাক হিসেবে খেলতে হয়েছিল এই তারকাকে। অধিনায়কের আর্মব্যান্ডও ছিল তাঁর বাহুতে। তবে প্রত্যাশার চাপ কিংবা নতুন দায়িত্ব কিছুই দমিয়ে রাখতে পারেনি তাঁকে। উপহার দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স।

জুড বেলিংহ্যামও বরাবরের মত মুগ্ধ করেছেন; নিজে গোল পেয়েছেন, সতীর্থদের গোলের সুযোগ বানিয়ে দিয়েছিলেন। ভিনিসিয়াস জুনিয়র অবশ্য গোল পাননি, তবে আলো ছড়ানোর ক্ষেত্রে কম যাননি তিনিও। গোলের সুযোগ তৈরি করেছেন পাঁচবার, সফল ড্রিবলিং আছে পাঁচটা। আবার ডুয়েল জিতেছেন দশবার – এককথায় মাস্টারক্লাস।

কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মত লেগানেসের মুখোমুখি হয়েছিলেন কার্লো আনচেলত্তি। প্রথমবারেই ৩-০ গোলের জয়, দুর্দান্ত টিম পারফরম্যান্স। নিশ্চিত চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সেই সাথে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলো রিয়াল মাদ্রিদ, এক ম্যাচ হাতে রেখে মাত্র চার পয়েন্ট দূরে আছে তাঁরা।

Share via
Copy link