মাউরিজিও সারিকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা পার হতে না হতেই জুভেন্টাসের নতুন কোচের নাম জানা গেল। তিনি হলেন, সাবেক ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার আন্দ্রে পিরলো। ৪১ বছর বয়সী বিশ্বকাপজয়ী পিরলোর জন্য এটা বিশাল চ্যালেঞ্জ, কারণ এর আগে কখনোই শীর্ষ পর্যায়ে কোচিং করাননি তিনি।
১০ দিনও হয়নি তিনি জুভেন্টাসের অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তখন বোঝা যাচ্ছিল, নিজেদেরেই সাবেক তারকাকে ভবিষ্যতে মূল দলের কোচ করার ক্ষেত্রে প্রস্তুত করছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তবে, সেটা যে এত দ্রুত হবে সেটা অনুমান করা যায়নি।
পিরলো ২০১১ সাল থেকে ২০১৫ সাল অবধি খেলেছেন জুভদের হয়ে। মধ্যমাঠের এই শিল্পী জুভেন্টাসের হয়ে চারবার সিরি ‘এ’র শিরোপা জয় করেন। এখানেই শেষ নয়, তিনি ২০১৪-১৫ মৌসুমে দলকে তিনি নিয়ে যান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সেবার বার্সেলোনার কাছে ৩-১ গোলে হারে জুভেন্টাস।
পিরলোর ফিরে আসার কারণও সেই চ্যাম্পিয়ন্স লিগই। অনেক আশা নিয়ে জুভরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে উড়িয়ে এনেছিল। লক্ষ্য ছিল, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়। তবে, আরো একবার মাঝপথে খেঁই হারালো তাঁরা। তারই জের ধরে বরখাস্ত হন সারি। দায়িত্ব পেলেন পিরলো।
পিরলো কি কোনো বলার মত কোচিং অভিজ্ঞতা ছাড়াই পারবেন ইতালিয়ান চ্যাম্পিয়নদের ইউরোপ সেরার মুকুট জেতাতে? – উত্তর জানার জন্য সময়ের অপেক্ষা করার কোনো বিকল্প নেই।