ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে

ওয়েস্ট ইন্ডিজের খর্বশক্তির দলের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর শ্রীলঙ্কায় ফলাফল কী হবে, সে নিয়ে দুশ্চিন্তা আছে। তবে বাংলাদেশ দলের তরুন সদস্য সাইফ হাসান বলছেন, ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে পারলে ভালো ফল আনা সম্ভব।

টেস্ট চ্যাম্পিনশিপের দুটি টেস্ট খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। গত ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাওয়ার পর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আজ কতুনায়েকে চিলাও ম্যারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুশীলন করেছেন সফরকারীরা। সম্প্রতি সব ফরম্যাটে ধুঁকতে থাকা বাংলাদেশ এই সিরিজে দিয়ে ঘুঁড়ে দাঁড়াতে চায়।

কিন্তু শ্রীলঙ্কার কন্ডিশনে ভালো করা কঠিনই হবে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের স্পিন নির্ভর বোলিং আক্রমণ খুব একটা বাঁধা হবে না শ্রীলঙ্কার জন্য। স্পিন সব সময়ই ভালো খেলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আবার শ্রীলঙ্কা বাংলাদেশকে পরাস্তা করতে চাইবে সেই স্পিন দিয়েই। এছাড়া তাদের পেসাররাও ভয়ংকর হয়ে উঠতে পারে।

তাই এই সিরিজে ভালো করতে হলে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রথম দিনের অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় সাইফ হাসান জানিয়েছেন শ্রীলঙ্কায় ভালো করতে হলে বড় ইনিংস খেলতে হবে ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবে, যারাই সেট হবে এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ্‌ টিমের জন্যই ভালো হবে।’

আগামীকাল নিজেদের ভিতর ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন সফরকারী ক্রিকেটাররা। সাইফ হাসান মনে করেন কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নিতে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ।

সাইফ বলেন, ‘আমাদের সামনে যে প্র্যাকটিস ম্যাচটা আছে এটা অনেক ইম্পরট্যান্ট। কারণ এটাই আমাদের সুযোগ এখানের ওয়েদারের সঙ্গে মানিয়ে নেয়া আর উইকেট কি রকম হতে পারে, এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। সো আমার মনে হয়, ম্যাচের মধ্যে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

এই সিরিজের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ড উলভসের সাথেও চার দিনের ম্যাচ খেলেছেন স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটার। এছাড়া শ্রীলঙ্কায় যাওয়ার আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুই রাউন্ড খেলেছে সাইফ হাসান মমিনুল হকরা। সাইফ হাসান জানিয়েছেন এই প্রস্তুতি গুলো কাজে লাগবে তাদের।

তিনি বলেন, ‘আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ও খুব ভালো প্রস্তুতি চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম, খুব ভালো অনুশীলন করেছি। তারপর আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ এর বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। তারপর এখানে আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের। তো সব মিলিয়ে খুব ভালো একটা প্রস্তুতি হয়েছে আমাদের। আশা করি ঐ পারফরম্যান্স গুলা এখানে কাজে লাগবে।’

গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্কোয়াডে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি সাইফ হাসান। কিন্তু আয়ারল্যান্ড উভলসের বিপক্ষে দারুণ খেলেছিলেন এই ব্যাটসম্যান। ঐ সিরিজে সেঞ্চুরি করার পর এনসিএলেও সেঞ্চুরি করেছিলেন সাইফ হাসান। ফর্মের তুঙ্গে থাকা আত্ববিশ্বাসী সাইফ জানিয়েছেন সুযোগ পেলে সুযোগ কাজে লাগানোর চেস্টা করবেন তিনি।

‌সাইফ বলেন, ‘অবশ্যই! রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে আর আমার মনে হয় ব্যাটিং প্রস্তুতি আর ফিটনেস সব সময় খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই। জাতীয় দলের সাথে যতদিন ছিলাম, ব্যাটিং অনুযায়ী এবং ফিটনেস অনুযায়ী ভালো অনুশীলন করেছি। সব দিক দিয়ে মনে হচ্ছে, প্রস্তুতি খুব ভালো হয়েছে আমাদের। আত্মবিশ্বাসও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link