ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিন নম্বর পজিশনে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচের চার ইনিংসে তিনে ব্যাট করেও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদিন দিতে পারেননি এই ব্যাটসম্যান। দলও হেরেছিল খুব বাজে ভাবে। তবে আজ শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ম্যাচে তিনে ব্যাট করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।
প্রথম দিনের ব্যাটিং শেষে এক ভিডিও বার্তায় শান্ত জানিয়েছেন টেস্টে সফল হতে হলে ধৈর্য্য ধরতে হবে; ধৈর্য্য ধরে ব্যাটিং ও বোলিং করলে সফল হওয়ার সম্ভবনা বেশি থাকবে। দীর্ঘমেয়াদী চিন্তা না করে সেশন বাই সেশন পরিকল্পনা করে সফল হতে চান তাঁরা।
শান্ত বলেন, ‘অবশ্যই টেস্ট খেলাটাই ওই রকম। আমার কাছে মনে হয় যে যত ধৈর্য্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে। সফল হওয়ার সম্ভাবনা ওই দলেরই বেশি থাকবে। আমার মনে হয় যে লম্বা চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি। তাহলে আরেকটু সহজ হবে। তো ওটাই পরিকল্পনা যে আমরা কিভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’
ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে লাল দল। লাল দলের হয়ে হাফসেঞ্চুরি করে দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানের সাথে স্বেচ্ছায় বিশ্রাম নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এছাড়া নুরুল হাসান সোহান করেছেন ৪৮ রান ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ২৪ রান।
বিশ্রামে যাওয়ার আগে দ্বিতীয় সেশনে সাইফ হাসানকে সাথে নিয়ে ১০৪ রান সংগ্রহ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর ৫৩ রান করে অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে মাঠ ছাড়েন তিনি। শান্ত জানিয়েছেন এই ভাবে ব্যাট করতে পারলে সেটা টেস্টের জন্যও ভালো হবে।
তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রস্তুতি টেস্ট ম্যাচ শুরুর আগে। যেটা করতে চেয়েছিলাম আজকে, ঐ পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। আশা করছি যে এই শেপে যদি ব্যাট করতে পারি তাহলে আমাদের টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।’
প্রস্তুতি ম্যাচ খেলার পর আবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পালেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।