ভারতে করোনার প্রাদুর্ভাব বেশ উদ্বেগজনক। প্রতিদিনই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে তিন লাখেরও বেশি মানুষ। আর দেশের এমন পরিস্থিতির ভিতরই চলছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ (আইপিএল)। তবে ছেলেদের আইপিএল চললেও মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে ভারতের সাথে অনেক দেশের বিমান চলাল বন্ধ রয়েছে। আর বিদেশের সঙ্গে বৈমানিক যোগাযোগ বন্ধ থাকার কারণে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশ নিতে ভারতে যেতে পারবেন না বিদেশি ক্রিকেটাররা। আর এই কারণেই টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্বান্ত গ্রহণ করেনি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ধারণা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে বিমান চলাচল বন্ধ হওয়াতে বিদেশি ক্রিকেটার পাবে না এই টুর্নামেন্ট।
গত আসরে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের তিন দল সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটিতে খেলেছেন মোট ১২ জন বিদেশি ক্রিকেটার। কিন্তু এবার বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ নিশ্চিত করা কঠিন হবে ভারতের জন্য।
গত তিন বছর ধরে অনুষ্টিত হচ্ছে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। গত তিন আসরে এই টুর্নামেন্টে খেলেছেন দেবেন্দ্র ডটিন, সুন লুস, ড্যানিয়েল ওয়েট ও নাথাকান চান্থামের মতো বিদেশি নারী ক্রিকেটাররা। এছাড়া বাংলাদেশ থেকে খেলেছেন জাহানারা আলম ও সালমা খাতুন।
সাধারণতো ছেলেদের আইপিএলের প্লে-অফ রাউন্ড চলার সময় অনুষ্ঠিক হয় উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। সেই হিসাবে মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্টিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট। আর জৈব সুরক্ষা বায়ো বাবলে প্রবেশ করার জন্য দুই সপ্তাহ আগে অর্থ্যাৎ মে মাসের শুরুতেই দলের সাথে যোগ দিতে হবে ক্রিকেটারদের। কিন্তু ভারতের সাথে অন্য দেশ গুলোর বিমান চলাচল বন্ধ থাকবে ১৫ মে পর্যন্ত।
তবে করোনার কারণে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনিশ্চিত হলেও চলছে আইপিএল। আইপিএল নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু সব ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্য ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা জৈব সুরক্ষা বলয়ে থাকায় টুর্নামেন্ট স্থগিত করেনি আইপিএল কর্তৃপক্ষ।
তবে আইপিএল স্থগিত না করলেও অনেক বিদেশি ক্রিকেটার ইতোমধ্যে দল ছেড়ে নিজ দেশে চলে গিয়েছেন। এমনকি দিল্লী ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও পরিবারের পাশে থাকতে আইপিএল থেকে নিজকে সরিয়ে নিয়েছেন।