করোনার প্রভাবে গত বছর মাত্র এক রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরই স্থগিত হয়ে যায় দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এরপর দুটি ঘরোয়া টুর্নামেন্ট ও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়ালেও ডিপিএল আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ বিরতির পর অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ৩১ মে থেকে আবার নতুন করে শুরু হবে এই ঘরোয়া আসরটি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ওয়ানডের পরিবর্তে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এক বিবৃতিতে ডিপিএল আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তিনি জানিয়েছেন সিসিডিএম বিসিবির পরিকল্পনাকে সমর্থন করেই ডিপিএল আয়োজন করতে যাচ্ছে।
ইনাম বলেন, ‘৩১ মে থেকে ডিপিএল শুরু করার ব্যাপারে সিসিডিএম বিসিবির পরিকল্পনার সাথে একমত হয়েছে। আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট অনুষ্টিত হবে। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় আমরা বিশ্বাস করি এই বারের জন্য টি-টোয়েন্টিই আদর্শ ফরম্যাট।’
গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। কিন্তু এনসিএলের প্রথম রাউন্ড ভালো ভাবে শেষ হলেও দ্বিতীয় রাউন্ড শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছিলের নয় জন ক্রিকেটার। এরপর বাধ্য হয়েই এনসিএল স্থগিত করেছে বিসিবি।
তবে এনসিএল স্থগিত করলেও করোনা মাহামারীর ভিতরই গত বছর দুটি ঘরোয়া টুর্নামেন্ট সফল ভাবে আয়োজন করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজও সফল ভাবে আয়োজন করেছিল বিসিবি। কাজী ইনাম আহমেদ জানিয়েছেন সেখান থেকে শিক্ষা নিয়েই পরিকল্পনা করবেন তাঁরা।
তিনি বলেন, ‘এই সময় ক্রিকেটারদের সুরক্ষার গুরুত্ব সম্পর্কে বিসিবি সভাপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বোর্ড চলতি মৌসুমে সাফল্যের সঙ্গে দুটি টুর্নামেন্ট এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে। আমরা এগুলো থেকে শিক্ষা নেব এবং সেই অনুযায়ী বঙ্গবন্ধু ডিপিএলের জন্য পরিকল্পনা করব। এই লিগটি ক্রিকেটার ও ক্লাব গুলোর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। পরিকল্পনার সময় তাদের সমর্থনকে প্রশংসা জানাই।’
তবে ৩১ মে থেকে টুর্নামেন্ট শুরুর সিদ্বান্ত হলেও এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিলো চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সময় মতো শুরু হয়নি।