কেকেআর শিবিরে করোনার থাবা, ম্যাচ স্থগিত

সব কিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা গড়ালেই মাঠে নামার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে, আপাতত ম্যাচটা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে একটু সময় নেয় বিসিসিআই। তবে, আগেই শীর্ষস্থানীয় ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্স দলে করোনা ভাইরাস আঘাত হেনেছে। ফলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচেটা বাধ্য হয়েই পিছিয়ে দিতে হচ্ছে।

কলকাতা দলের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের ইনজুরির স্ক্যান করাতে হাসপাতাল গিয়েছিলেন। তখনই তাঁরা সংক্রমিত হন। পরে বিসিসিআইও এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ পেছানোর খবর নিশ্চিত করে জানিয়েছে, গেল চারদিনের মধ্যে কলকাতা শিবিরের এই দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন।

দুই ক্রিকেটার কোভিড ১৯ পজিটিভ আসার পর দলের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। সেখানে অবশ্য সবারই করোনা নেগেটিভ এসেছে। যদিও, দলের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

এই অবস্থায় ম্যাচ আয়োজন না করাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে বিসিসিআই। সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেছে, ‘আইপিএলে কলকাতা ও ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচটা পিছিয়ে দেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের শেষ চারদিনের মধ্যে তৃতীয়বার কোভিড ১৯ পজিটিভ এসেছেন। তবে, বাকি সবাই নেগেটিভ এসেছেন। সন্দীপ ও বরুণের সংস্পর্শে এসেছিল মেডিকেল দল, যেহেতু নমুনা সংগ্রহ থেকে শুরু করে আরো কিছু আনুষঙ্গিক কাজের সাথে তাঁরা জড়িত। বিসিসিআিই ও কলকাতা নাইট রাইডার্স এখন সবার আগে দলের সবার স্বাস্থসুরক্ষার বিষয়টি আগে নিশ্চিত করতে চায়।’

ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআইয়ের আহমেদাবাদ অফিসের সূত্র জানিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশেনকে (জিসিএ) ম্যাচটা আপাতত স্থগিত করে পুনরায় পরে আয়োজন করতে বলা হয়েছে। সোমবার বিকালের মধ্যেই হয়তো নতুন সূচি আসবে বলে এক জিসিএ কর্মকর্তা জানিয়েছেন।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এখন সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দলগুলোর মধ্যে তৃতীঅ অবস্থানে আছে। অন্যদিকে কলকাতা আছে সাত নম্বরে। তারা জিতেছে মাত্র দুই ম্যাচে। দু’পক্ষের মধ্যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আহমেদামাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

দু’দলের প্রথম লড়াইয়ে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কেকেআর। সেই ম্যাচেই সর্বশেষ চলতি আসরে কলকাতার হয়ে মাঠে নামে সাকিব আল হাসান।

গত বৃহস্পতিবার সর্বশেষ ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ ছিল দিল্লী ক্যাপিটালস। কলকাতা এই নিয়ে টানা তৃতীয়বারের মত প্লে-অফের আগেই ছিটকে পড়ার শঙ্কায় আছে। আগামী আট মে, এই দিল্লীর বিপক্ষে তাঁদের আবারো মাঠে নামার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link