‘হেরেছি বলে এই নয় যে আমরা সব হারিয়েছি’

পালেকেল্লেতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হারলেও বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক মনে করেন এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছেন তাঁরা। সেই সাথে মুমিনুল হক জানিয়েছেন টসই এই ম্যাচের ফলাফল অর্ধেক নির্ধারণ করে দিয়েছে।

পালেকেল্লেতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হারলেও বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক মনে করেন এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছেন তাঁরা। সেই সাথে মুমিনুল হক জানিয়েছেন টসই এই ম্যাচের ফলাফল অর্ধেক নির্ধারণ করে দিয়েছে।

আগের সিরিজে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াটওয়াশ হয়েছিল বাংলাদেশ। মুমিনুল হক মনে করেন দল হিসাবে পারফরম্যান্স করতে পারেননি দেখেই হেরেছিল তারা। তাই এই সিরিজের প্রথম ম্যাচে দল হিসাবে খেলতে পেরে সন্তুষ্ট বাংলাদেশের অধিনায়ক। ম্যাচ শেষে মুমিনুল হক জানিয়েছেন সমালোচনা হলেও প্রাপ্তি হয়ে থাকবে এই গুলোই।

তিনি বলেন, ‘প্রথম টেস্টে আমরা দল হিসাবে খেলতে চেয়েছিলাম। আগের ম্যাচ গুলোতে যেটা করতে পারিনি। আমি মনে করি প্রথম টেস্টে দল হিসাবে খেলতে পেরেছি। আমরা দল হিসাবে খেললে তখন ভালো করি। সবাই অবদান রাখলে দল হিসাবে আরো ভালো কিছু করতে পারি। প্রপ্তির অনেক কিছু আছে। হেরেছি বলে এই নয় যে আমরা সব কিছু হারিয়েছি। জানি সমালোচনা হবে, এরপরেও আমি মনে করি অনেক ইতিবাচক দিক রয়েছে।’

প্রথম টেস্ট ড্র করে দ্বিতীয় টেস্ট হেরে সিরিজ হারলেও এই টেস্টে বাংলাদেশের বড় প্রাপ্তি হয়ে থাকবেন তাসকিন আহমেদ। পুরো সিরিজ জুড়েই বাউন্স, গতি এবং আগ্রাসন মিলিয়ে কাপিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। দুই টেস্টের তিন ইনিংসে এই পেসার শিকার করেছেন ৮ উইকেট।

এছাড়া ব্যাটিংয়ে শুরুতেই ইনিংসের সুর বেঁধে দিয়েছেন তামিম ইকবাল। তিন বার সেঞ্চুরির সম্ভবনা জাগিয়েছিলেন তিনি। নাজমুল হোসেন শান্তু সেঞ্চুরি করেছেন। মুশফিকুর রহিম, লিটন দাস হাফসেঞ্চুরি করেছেন। তাইজুল ইসলাম পাঁচ উইকেট পেয়েছেন। মুমিনুল হক এই পারফরম্যান্স গুলোইকেই ইতিবাচক হিসাবে দেখছেন।

তিনি বলেন, ‘তাইজুল পাঁচ উইকেট পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মনে হয় আপনারাও অপেক্ষায় ছিলেন কোন পেসার ভালো করতে পারে কিনা। তাসকিন ভালো করেছে, অনেক উন্নতি করেছে সে। তামিম ভাই দুটো ৯০ করেছে, একটা ৭০ করেছে। শান্ত ১৬৩ রান করেছে। মুশফিক ভাই লিটন, হাফ সেঞ্চুরি করেছে।’

টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা। প্রথম দুই দিন শেষেই উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যায়। এরপর আর সুবিধা করতে পারেনি কোন দলের ব্যাটসম্যানরাই। মুমিনুল হক জানিয়েছেন টসই এই ম্যাচের ফলাফল অর্ধেক নির্ধারণ করে দিয়েছে।

মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় এই ম্যাচে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। প্রথম দুই দিনে কিন্তু উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না। আমার মনে হয়েছে ৫০ শতাংশ ফলাফল টসের সময়েই নির্ধারণ হয়ে গেছে। কন্ডিশন অনেকটা একই। পার্থক্য শুধু এখানে আর্দ্রতা একটু বেশি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...