‘উইকেটের পেছনে মুশফিকের চেয়েও বেশি কথা বলে দীনেশ কার্তিক’

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) ১৪ত ম আসর দুই দিন আগে স্থগিত হলেও এখনো দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। সেখান থেকেই ইএসপিএন ক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ইএসপিএন ক্রিকইনফোর ২৫ টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

এই সাক্ষাৎকারে সাকিব যেমন জানিয়েছেন মেলবোর্নে তার কাছে ছয় মারা বেশ কঠিন, আর বিকেএসপিতে সবচেয়ে বেশি দুষ্ট ছিলেন তিনি। তেমনি বলেছেন সুপারপাওয়ার পেলে পৃথিবী থেকে দূর করে দিতেন করোনা ভাইরাসকে। ইএসপিএন ক্রিকইনফোর সাথে সাকিব আল হাসানের সাক্ষাৎকারটি দেওয়া হল খেলা ৭১-এর পাঠকদের জন্য।

এক দৃষ্টিতে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় কে জিতবে, তামিম ইকবাল নাকি মাশরাফি বিন মুর্তাজা?

সাকিব: তামিম।

এক সাথে কতটি ফুচকা খেতে পারবেন?

সাকিব: আমার সামনে যত থাকবে। আমি একশোর মতো খেতে পারব।

সাঈদ আনোয়ারের মত ব্যাট করা নাকি ওয়াসিম আকরামের মত বল করা, বড় হওয়ার সময় কোনটা করতে চাইতেন?

সাকিব: দুটোই।

ঢাকার ট্রাফিক না কলকাতার ট্রাফিক, কোনটা বেশি খারাপ?

সাকিব: আমার কাছে ঢাকার ট্রাফিক। কারণ আমি অনেক সময় বাসার বাইরে কাটাই। আমার বিভিন্ন জায়গাতে যেতে হয়। যার কারণে ঢাকায় অনেক বেশি ট্রাফিক যানজটের সম্মুখীন হতে হয়। কিন্তু কলকাতায় আমাকে শুধু মাঠেই যেতে হয়। তাই এখানে আমাকে খুব একটা ট্রাফিকের সম্মুখীন হতে হয় না।

ফোনে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন?

সাকিব: ইউটিউব।

কোন বিরিয়ানিটা আপনি কখনো খাওয়ার চেষ্টা করবেন না, চকলেট বিরিয়ানি, স্ট্রবেরি বিরিয়ানি নাকি রসগোল্লা বিরিয়ানি?

সাকিব: কোনোটাই না। আমি কখনো চেষ্টা করব না।

বাংলাদেশের ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবচেয়ে বেশি ইমোজি ব্যবহার করে কে?

সাকিব: আমি।

আপনার প্রিয় ইমোজি কোনটি?

সাকিব: স্মাইল ফেইস।

মাহমুদউল্লাহ, মুশফিক, তামিমের ভিতর আপনাকে ১০০ মিটার স্প্রিন্টে হারাতে পারবে কে?

সাকিব: খুবই ক্লোজ হবে। কিন্তু আমার মনে হয় আমি মুশফিককে হারাতে পারব।

বাংলাদেশ দলে কে সবচেয়ে বেশি পুশ-আপ দিতে পারে কে?

সাকিব: আমার কাছে মনে হয় শান্ত।

আপনি সবচেয়ে সেরা মাছের ডিশ কোথায় পেয়ে থাকেন? ইংল্যান্ডে, ওয়েস্ট ইন্ডিজে নাকি মাগুরায়?

সাকিব: মাগুরায়।

কলকাতা দলে বলিউড ট্রিভিয়া কুইজে ভালো করবে কে?

সাকিব: আমার মনে হয় দীনেশ কার্তিক।

আন্দ্রে রাসেল নাকি সুনীল নারাইন, সবচেয়ে বেশি ফ্যাশনেবল কে?

সাকিব: তাঁদের দিক থেকে দুজনেই। কিন্তু আমার মনে হয় আন্দ্রে রাসেল।

ক্রিকেট নিয়ে কথা বলার জন্য আপনার প্রিয় ব্যক্তি কে?

সাকিব: আমার দুই কোচ, সালাহউদ্দিন স্যার এবং ফাহিম স্যার।

হোটেলে কোয়ারেন্টাইনে থাকার সময় কোনটা আপনার অবশ্যই প্রয়োজন ছিল?

সাকিব: ইন্টারনেট।

কোন মাঠে ছক্কা মারা সবচেয়ে কঠিন?

সাকিব: সম্ভবত মেলবোর্ন, কারণ বড় মাঠ।

দীনেশ কার্তিক না মুশফিকুর রহিম, উইকেটের পিছনে সবচেয়ে বেশি কথা বলে কে?

সাকিব: দীনেশ কার্তিক।

কোনো বোলার যদি রান নেওয়ার সময় কাঁধ দিয়ে ধাক্কা দেয়, আপনি কি করবেন?

সাকিব: তার দিকে তাকিয়ে শুধু একটা হাসি দিব।

আপনি বিশ্বকাপের ফাইনাল খেলছেন, ম্যাচের ফলাফল নির্ধারণ হবে পেনাল্টিতে। আপনি কোন সতীর্থকে পেনাল্টি নেওয়ার জন্য বলবেন?

সাকিব: আমি কেকেআরের কারো সাথে ম্যাচ খেলিনি। কিন্তু আমার মনে হয় মরগ্যান ভালো করবে। কারণ সে ইংলিশ এবং নিয়মিত ফুটবল খেলে।

আপনার স্ত্রীর সাথে কোনো মুভি নাইটে, আপনাকে মুভি বাছাই করতে বলা হলে কোন ধরণের মুভি হবে সেটি?

সাকিব: সুপারহিরো মুভি।

আপনার কোন সতীর্থ তার ওয়ার্ক আউট নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে?

সাকিব: বাংলাদেশ দলে মুশফিকুর রহিম।

আপনার এবং আন্দ্রে রাসেলের মধ্যে পাঞ্জা খেলায় কে জিতবে?

সাকিব: আন্দ্রে রাসেল, যে কোনো দিন।

বিকেএসপিতে বেশি দুষ্ট ছিল কে, আপনি নাকি মুশফিকুর রহিম?

সাকিব: আমার মনে হয় আমি।

ক্রিকেট ছাড়া আর কোন খেলা আপনি টিকিট কেটে দেখতে চান?

সাকিব: ফুটবল। যে কোনো ফাইনাল, জাতীয় দলের হলে আর্জেন্টিনা আর ক্লাবের হলে যদি বার্সেলোনা খেলে।

গত মাসে আপনার ফোনে কোন গানটি সবচেয়ে বেশি বাজানো হয়েছে?

সাকিব: তেমন নির্দিষ্ট কোর গান ছিল না। আমার মনে হয় একটা ইংরেজি গান ছিল, অ্যাট মাই ওর্স্ট। কিন্তু আমি জানিনা গানটির গায়ক কে।

আপনাকে যদি একটি সুপারপাওয়ার বেছে নিতে বলা হয়, আপনি কোনটা নিবেন?

সাকিব: পৃথিবী থেকে করোনা দূর করার ক্ষমতা দিবে, এরকম একটি সুপারপাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link