২৪ টা বল খেলে শূণ্য রান করে আউট হয়ে গেলেন জাকির হাসান। আর এটাও নাকি একটা রেকর্ড। বাংলাদেশের হয়ে টপ অর্ডারে, মানে এক থেকে তিন নম্বরে ব্যাটিং করেছেন, এমন ব্যাটারদের মধ্যে এর আগে কেউ ডাক মারার আগে টেস্টে এতগুলো বল খেলেননি।
এর আগে এই রেকর্ডটা ছিল ইমরুল কায়েসের দখলে। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডাক মারার আগে খেলেন ১৬ টা বল। তালিকায় এর পরের নামগুলো হল – হান্নান সরকার, আল শাহরিয়ার রোকন ও শামসুর রহমান শুভ।
শুধু টপ অর্ডার না ধরলে, এই তালিকাটা অবশ্য আরও লম্বা। সবার ওপরে আছেন সাবেক ফাস্ট বোলার মঞ্জুরুল ইসলাম। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২০০২ সালে শূন্য রান করলেও বল খেলেন ৪২ টা। এখানে দুই ও তিনে আছেন যথাক্রমে রাজিন সালেহ ও আফতাব আহমেদ। তাঁরা ডাক মারার আগে খেলেন যথাক্রমে ২৯ ও ২৫ টি বল।
এরপরই আছেন জাকির হাসান। ভারতীয় ফাস্ট বোলার আকাশ দীপের বলে স্লিপে দাঁড়ানো যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। ওপেনিং জুুটিতে ২৬ রান করলেও জাকির রানের খাতাই খুলতে পারেননি।
বৈশ্বিক প্রেক্ষাপটে অবশ্য এই রেকর্ডের কোনো সীমা পরিসীমা নেই। নিউজিল্যান্ডের জিওফ অ্যালট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাক মারার আগে খেলেন ৭৭ টি বল। এটাই সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার বিশ্ব রেকর্ড। সেটা ১৯৯৯ সালের ঘটনা।
এরপরের নামটা হল জেমস অ্যান্ডারসনের। সাবেক এই ইংলিশ পেসার ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হওয়ার আগে খেলেন ৫৫ বল। যথারীতি তাঁর পক্ষেও রানের খাতা খোলা সম্ভব হয়নি।