Social Media

Light
Dark

জুলিয়ান আলভারেজ, দ্য স্পাইডারম্যান

এর ফলে টেবিলের দশ নম্বরে পড়ে রইলো সেল্টা ভিগো, অন্যদিকে তিন নম্বরে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এই উন্নত কিছুটা হলেও আত্মবিশ্বাস দিবে অবলাকের দলকে।

ম্যাচ তখন সমাপ্তি রেখার দ্বারপ্রান্তে। অ্যান্টনি গ্রিজম্যান বলটা পেয়েছিলেন ডি বক্সের বাইরে, ডানদিকে। একটু থেমে কিছু একটা হিসেব করে নিলেন, এরপরই লফটেড পাস পাঠিয়ে দিলেন পেনাল্টি স্পটের দিকে – ততক্ষণে দৌড়ে জায়গা মত পৌঁছে গিয়েছেন জুলিয়ান আলভারেজ। ডান পায়ের শটে গ্রিজম্যানের ক্রস জালে জড়াতে তারপর আর ভুল করেননি তিনি।

ম্যানচেস্টার সিটির হয়ে সুখেই সময় পার করছিলেন আর্জেন্টাইন তারকা, তবে পর্যাপ্ত গেম টাইম না পেয়ে পাড়ি জমিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। শুরুর সময়টা মনমতো না হলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন তিনি। এক ম্যাচ আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে লা লিগায় নিজের গোলের খাতা খুলেছিলেন স্পাইডারম্যান, এবার তো শেষ মুহূর্তে গোল করে দলকে এনে দিয়েছেন মহামূল্যবান তিন পয়েন্ট।

মহামূ্ল্যবানই বটে, আগের ম্যাচেই তো রায়ো ভালেকানোর বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়ে এসেছিল ডিয়েগো সিমিওনের দল। আরো একবার সেই পরিণতির দিকেই এগুচ্ছিলো তাঁরা, তবে আলভারেজ ছিলেন বলে রক্ষা।

অবশ্য সেল্টা ভিগো নিজেদের উজাড় করে দিয়েছিল পয়েন্টের নেশায়, অন্তিম ক্ষণে গোল হজমের তাঁদের মুখচ্ছবি সেই চেষ্টারই সাক্ষ্য দেয়। প্রায় ৬০ ভাগ বল তাঁরা দখলে রেখেছিল, প্রতিপক্ষের চেয়ে শটও বেশি নিয়েছিল। এমনকি অ্যাতলেটিকোর একটি বিগ চান্সের বিপক্ষে সেটা তৈরি করেছিল তিনটি বিগ চান্স।

তবু ভাগ্য বিধাতার হৃদয় গলেনি, এত চেষ্টার সত্ত্বেও ইগাও আসপাসের বাহিনী স্কোরবোর্ডে কোন পরিবর্তন আনতে পারেননি। উল্টো আলভারেজ-গ্রিজম্যানের যৌথ প্রচেষ্টায় হাতের মুঠোয় থাকা নিশ্চিত ড্র হাতছাড়া করতে হলো তাঁদের। তুলনামূলক ছোট দল নব্বই মিনিট জুড়ে অধিক আধিপত্য দেখিয়েও হেরে গিয়েছে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।

এর ফলে টেবিলের দশ নম্বরে পড়ে রইলো সেল্টা ভিগো, অন্যদিকে তিন নম্বরে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এই উন্নত কিছুটা হলেও আত্মবিশ্বাস দিবে অবলাকের দলকে।

Share via
Copy link