জয় দিয়ে শুভ সূচনা করল টাইগ্রেসরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বেশ সাবলীল জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। স্কটিশদের জয়ের ক্ষীণ আশাকে ধূলিসাৎ করেছে তারা। ২০১৪ আসরের পর এবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল টাইগ্রেসরা।
সংযুক্ত আরব আমিরাতে নিজেদের উদ্বোধনী ম্যাচে টস জেতে বাংলাদেশ। শারজাহ-তে প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন জ্যোতি। বেশ ভাল সিদ্ধান্ত ছিল, প্রথম দিকে অবশ্য তেমনটিই মনে হয়েছে। তবে ওপেনিং ব্যাটার মুর্শিদা খাতুনের পর, সাথী রাণীর বিদায় ঘটে। এরপর থেকেই দৃশ্যপট বদলে যেতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
যদিও সোবাহানা মোস্তারি একটা প্রান্তে প্রতিরোধ গড়ে তোলার প্রয়াশ চালান। অধিনায়ক জ্যোতি ও ফাহিমা খাতুনের ছোট ছোট ইনিংসের কল্যাণে ১১৯ রানের কষ্টার্জিত সংগ্রহ পায় বাংলাদেশ। স্বল্প রানের এই লক্ষ্য পেয়ে স্কটল্যান্ড জয়ের দিকেই রেখেছিল চোখ।
কিন্তু মারুফা আক্তার, রিতু মনিরা তাদেরকে জয় পেতে দেননি। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে যায় স্কটল্যান্ডের ব্যাটাররা। নড়ে যায় তাদের মনোবল। শেষ অবধি জয় বঞ্চিত হয় স্কটল্যান্ড। যদিও তাদেরকে শেষ পর্যন্ত ম্যাচে রাখার চেষ্টা করেছেন উইকেটরক্ষক ব্যাটার সারাহ ব্রেস।
৪৯ রানে অপরাজিত থেকেছেন তিনি। তবুও দলকে এনে দিতে পারেননি জয়। সতীর্থদের কাছ থেকে যথাযথ সহয়তা তিনি পাননি। সেই সুযোগ তৈরি হতে দেননি টাইগ্রেস বোলাররা। তাতেই বিশ্বকাপের শুভ সূচনা পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন জ্যোতি। ব্যাট হাতে খুব বেশি অবদান তিনি রাখতে না পারলেও, নেতৃত্বগুণে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। শততম টি-টোয়েন্টি ম্যাচে তিক্ততা হল না জ্যোতির সঙ্গী, সেটাই বরং স্বস্তির।