বিশ্বব্যাপী ফুলে ফেপে ওঠা ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো ক্রিকেট পটকে করে তুলছে আরও উৎসবমুখর। সেই সাথে জন্ম দিচ্ছে গুনমান ও ব্যাবস্থাপনার প্রশ্নে। এমনই এক ক্রিকেট লিগ যুক্তরাষ্ট্রে আয়োজিত ন্যাশনাল ক্রিকেট লিগ তথা এনসিএল।
আমেরিকান প্রিমিয়ার লিগের (এপিএল) লেজে লেজে জন্ম নেয়া এনসিএল সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। যেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে লিগটির স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মান। বাজারে এমন সংবাদও রটে গেছে যে আইসিসি নাকি তাদের আইন ভঙ্গেরও অনুমতি দিয়েছে।
আইসিসির অনুমোদিত ক্রিকেট লিগ গুলোতে মূল একাদশে ন্যূনতম সাত জন দেশীয় খেলোয়াড় খেলানোর বিধান রয়েছে। এনসিএল একাধিকবার এ বিধান পালনে ব্যর্থ হয়েছে। সেই জের ধরেই সন্দেহ চলে আসে যে, আইসিসি কি তাদের আলাদা অনুমতিই দিয়ে দিল কিনা।
সন্দেহ আসাটাই স্বাভাবিক। এনসিএলের বর্তমান কমিশনার হারুন লরগাত, যিনি আইসিসির সাবেক প্রধান নির্বাহী। তবে, ক্রিকেট সংস্থা আইসিসি বিষয়টি দেখবে বলেই জানিয়েছে সংবাদ সংস্থা ক্রিকবাজ।
এছাড়া যুক্তরাষ্ট্রে বিদেশী খেলোয়াড়দের পি-ওয়ান বা ও-ওয়ান ভিসা দেয়া হয়। যার পেছনে খরচ প্রতিজনে ৬০০০ মার্কিন ডলার। সাধারণত ভিসার পেছনে অন্যান্য খেলায় দল গুলোকে ২০০,০০০ পর্যন্ত খরচ করতে দেখা যায়। সেক্ষেত্রে অভিনব কায়দা বেছে নিয়েছে এনসিএল কর্তৃপক্ষ। পর্যটক ভিসায় বিদেশী খেলোয়াড় নিয়ে আসছে তারা। এমন সংবাদও বাতাসে।
তাছাড়া অভিযোগ আছে বাজে মাঠ ব্যাবস্থাপনার। যেখানে পিচের মত দরকারি অংশ নিয়ে হতাশ খেলোয়াড়েরা। যেখানে তাদের অস্বাভাবিক বাউন্স ও অসমান পিচের দুর্ভোগের শিকার হয় তারা। এ নিয়ে ব্যাপক দু:খ প্রকাশ করেন বিদেশি তারকা কলিন মানরো।
লিগটির আর্থিক লেনদেন ও বেশ ধোয়াটে। এখনো নির্ধারিত কোনো সম্প্রচারক নেই তাদের। মাঠেও দর্শক হচ্ছে কম। সাথে স্থানীয় ক্রিকেট ভক্তদের থেকে বিনিয়োগের অনুরোধের তথ্য এসেছে সামনে।
দেড় ঘণ্টার ১০ ওভারে খেলা হয় প্রতিটা ম্যাচ। যেখানে শুভেচ্ছা দূত হিসেবে নেয়া হয়েছে সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস ও ওয়াসিম আকরামের মত কিংবদন্তিদের। সম্প্রতি শচীন টেন্ডুলকারকে লিগের মালিকানা তালিকায় দেখা যাবে বলেও ঘোষণা দিয়েছে এনসিএল কর্তৃপক্ষ।
এখানেই শেষ না মিকা সিং বা উষা উত্থুপের মত তারকা সংগীত শিল্পীদের্ব দেখা যাবে এনসিএলের মঞ্চে। তারকাদের এ মহা সমারোহে বর্ণাঢ্য এ আয়োজন জন্ম দিয়েছে চরম সব অভিযোগের। অথচ নেই কোনো সুস্পষ্ট বিবৃতি। যা নেটিজেন পটকে করে সন্দেহে পরিপূর্ণ। এ আয়োজন নিছক নাটক নাকি ক্রিকেটের উৎসব সেটাই এখন দেখার পালা।