সময় ফুরিয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হাগের। প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে রেড ডেভিলরা।
চলতি মৌসুমের শুরুতে যদিও বেশ আশাবাদী ছিলেন টেন হাগ। লিগের প্রথম খেলার আগে সাফল্যের নীল নকশাও কোষে বসেন তিনি। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা সঠিক ভাবেই এগোচ্ছি। আমরা জানি, আমাদের ঝাঁপিতে এখন দু’শিরোপা আছে। গেমপ্ল্যানও আমাদের দখলে।’
মৌসুমের প্রথম প্রি ম্যাচ সাক্ষাতকারে তিনি এও বলেন, ‘আমাদের এখন দলে নব্য খেলোয়াড়দের সমন্বয় করতে হবে, যেন তারা খেলার ধাঁচে অবদান রাখতে পারে। দলের উন্নতি করতে পারে। সেখান থেকেই আমরা এগোবো। আমার দলের প্রতি সবসময়ই বেশ উচ্চাকাঙ্ক্ষা। আমরা শিরোপার জন্য লড়তে চাই।’
দলের প্রতি এ আস্থাও অমূলক নয়। গত মৌসুমে তারা লিগজয়ী ম্যানচেস্টার সিটিকে পরাস্ত করে এফএ কাপ ওল্ড ট্র্যাফোর্ডে আনে।
এ মৌসুমে লিগে ৩য় খরুচে দল হিসেবেও নাম লেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। দলের রক্ষণে আনে ম্যাথিস ডে লিট, লেনি ইয়োরো ও নুয়াসসের মাজরাউইকে। মাঝ মাঠের বৈচিত্র দিতে আনে ম্যানুয়াল উগারতেকে। আর আক্রমণে জোশুয়া জার্কজিকে।
শত আশায় শুরু করা মৌসুমের বর্তমান দশা চরম শোচনীয়। পয়েন্ট টেবলে ১৪ তম অবস্থানে রয়েছে রেড ডেভিলরা। ক্লাব ইতিহাসে এত বাজে দশা কখনোই দেখেননি ভক্তরা।
গ্লেজারদের রক্ষণাত্মক দশাও বেশ দু:খজনক। টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা না পাওয়া ইউনাইটেড শিবিরের রক্ষণ ইতোমধ্যেই হজম করেছে আট গোল।
ওদিকে আক্রমণভাগেও চরম দুর্দশা। কেবল পাঁচ গোলের দেখা পেয়েছে তারা। যেখানে তাদের চেয়ে নিচে রয়েছে কেবল টেবিলের তলানিতে থাকা সাউদহ্যাম্পটন। যারা মাত্র ৪ গোল করেছে চলতি মৌসুমে।
তবে অ্যাস্টন ভিলার সাথে ড্র করে টেন হাগ শুনিয়েছেন ভিন্ন গল্প। তিনি বর্তমান দলকে দীর্ঘ প্রজেক্ট হিসেবে সম্বোধন করেছেন।
তার এই কথাতেই ধৈর্যর বাধ ভেঙেছে ভক্তদের। প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেডের এই দশা ভক্তদের ধাতে সইছে না। নেট পাড়ায় তাই চলছে হট্টগোল। ম্যানেজার এরিক টেন হাগের বিদায় এখন বোধহয় সময়েরই দাবি হয়ে উঠেছে।