শেষ ওভারের রোমাঞ্চে পরাস্ত ভারত

মনে হচ্ছিলো অবিশ্বাস্য ভাবেই অকল্পনীয় এক মহাকাব্য লিখতে যাচ্ছেন বিনি। কিন্তু শেষ রক্ষা হয় নি।

চার ছক্কার ডামাডোলের খেলা হংকং সিক্সেসে আরব আমিরাতের কাছে হেরে কোয়ার্টারের স্বপ্ন ভঙ্গ হল ভারতের। যেই জিতবে, কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশ।

টসে হেরে শুরুতে ব্যাট করতে আসে আরব আমিরাত। আমিরতের ব্যাটাররা নির্ধারিত ৬ ওভারে তোলে মাত্র ১৩০ রান। স্টুয়ার্ট বিনি ২ ওভারে ৩১ রান খরচায় নেন ৩ উইকেট।

শুরুতেই দুই উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় রবিন উথাপ্পা আর স্টুয়ার্ট বিনির ব্যাটে। তবে শেষ রক্ষা হয় নি ভারতের।

উথাপ্পার ১০ বলে ৪৩ বা বিনির ১১ বলে ৪৪ ও বাঁচাতে পারে নি টিম ইন্ডিয়া-কে। কেদার যাদবের ৬ বলে ৯ রানের ধীর গতির ইনিংসটাই ইন্ডিয়ার কোয়ার্টার ফাইনাল স্বপ্নের কফিনে শেষ পেরেকটি মেরে দেয়।

শেষ ওভারে জয়ের জন্য ইন্ডিয়ার প্রয়োজন ছিল ৩২ রান। প্রথম ৫ বলে ৪টা ছয় আর ১টা চার ও ওয়াইড সহ বিনি তুলে নেন ২৯ নেন। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ৩ রান।

মনে হচ্ছিলো অবিশ্বাস্য ভাবেই অকল্পনীয় এক মহাকাব্য লিখতে যাচ্ছেন বিনি। কিন্তু শেষ রক্ষা হয় নি, শেষ বলে ব্যাটে বলে সেভাবে না হওয়ায় ডাবল নিতে গিয়ে রান আউট হন বিনি, ১ রানে হেরে যায় ভারত।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ৪র্থ কোয়াটার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে আরব আমিরাত। আর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ভারত নিয়মরক্ষার ম্যাচে বেলা ১২টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

Share via
Copy link