তামিম ফিরেছেন, তামিম কি ফিরবেন?

তামিমের হাতে দু’টো পথ খোলা এখনও - প্রথমত খেলোয়াড় তামিমের ফেরার রাস্তা প্রস্তুত। বোর্ডও তাঁর পক্ষে। সভাপতি তেমনটাই বলেছিলেন নিজের প্রথম সংবাদ সম্মেলনে।

তবে কি দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল? নাকি প্রস্তুতির কারণ শুধুই সামনের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্রিক? ধোঁয়াশা একটা থাকছেই, তবে এই মুহূর্তের খবর হল তামিম ইকবাল ফিরেছেন মাঠে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি জোর অনুশীলন শুরু করেছেন।

বোর্ড সভাপতি ফারুক আহমেদ অবশ্য দিন চারেক আগেই জানিয়েছেন, তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো খবর তাঁর কাছে নেই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে তিনি নেই। তবে, গুঞ্জন আছে, এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের জার্সিতে আবারও ফিরতে পারেন তিনি।

সেটা সত্যি হোক কিংবা নাই হোক, তিনি নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। অনেকদিন বাদে মিরপুরের নেটে দেখা মিলল তাঁর। ইনডোরের নেটে নেট বোলারকে সাথে নিয়ে নেমে গেলেন তিনি।

এই মিরপুরেই তামিম খেলেছেন নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। গেল বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পরও ওয়ানডে বিশ্বকাপের জন্য তাঁকে বিবেচনা করা হয়নি। তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানের সামনে তাঁর দ্বন্দ্বও সামনে চলে আসে।

যদিও, বিশ্বকাপেও বাংলাদেশের ভরাডুবি হয়। প্রথম পর্বের বাঁধাও টপকাতে ব্যর্থ হয় বাংলাদেশ। তামিম এই ১৩-১৪ মাস দলে না থাকলেও আলোচনায় ছিলেন খুব ভালভাবেই। ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যও দিয়ে এসেছেন। এমনকি রাজনৈতিক পটপরিবর্তনে এখন তিনি বিসিবির অন্দরমহলেও খুব পরিচিত নাম।

তামিমের হাতে দু’টো পথ খোলা এখনও – প্রথমত খেলোয়াড় তামিমের ফেরার রাস্তা প্রস্তুত। বোর্ডও তাঁর পক্ষে। সভাপতি তেমনটাই বলেছিলেন নিজের প্রথম সংবাদ সম্মেলনে। অন্যদিকে, বোর্ডের পরিচালক পদ পাওয়ার সম্ভাবনাও আছে তামিমের। এই সময়ে তামিমের ব্যাট-প্যাড নিয়ে অনুশীলনে নেমে যাওয়া নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। তিনি কি তবে বাইশ গজে ব্যাট হাতেই ফিরবেন বলেই ঠিক করে ফেলেছেন?

Share via
Copy link