শ্রীলঙ্কার কাছে আবারও ধরাশায়ী বাংলাদেশ। ওঠা হল না হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টের ফাইনালে। এক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় লংকান শিবির। আরও একটি হতাশাই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গী।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচেও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালেও ঠিক একই ফলাফল গ্রহণ করতে হল বাংলাদেশকে। যদিও বাংলাদেশ দল আপ্রাণ চেষ্টাই চালিয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।
টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। জিসান আলম ও আবদুল্লাহ আল মামুনের ব্যাটে শুরুটা হয়েছিল দারুণ। মাঝে রান তোলার গতি ছিল ঠিকঠাক। কিন্তু শেষ ওভারে পর্যাপ্ত রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ছোট্ট মাঠে শেষ ওভারে স্রেফ ১১ রান নিতে সক্ষম হন মোহাম্মদ সাইফউদ্দিন।
সেখানেই মূলত জয়ের ফারাকটা কমে যায়। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চেপে ধরে লংকান ব্যাটাররা। উইকেট প্রাপ্তিতেও সফলতা ছিল না বাংলাদেশের ঝুলিতে। তবে শেষের দিকে জিসান ম্যাচ খানিকটা বাংলাদেশের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা চালান।
পঞ্চম ওভারে মাত্র চার রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন জিসান। তাতে করে খেলা জমে ওঠে। শেষ ওভারে আল মামুনকে ১৪ রান ডিফেন্ড করতে হতো। কিন্তু তিনি সেটা পারেননি। তবে তৃতীয় বলে ভিমেশ ভিমুক্তির শটটা লং অনে ঠেকিয়ে দিতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত।
তিন উইকেটের জয় নিয়ে ফাইনালে উঠে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বেলা ২:৪৫ এ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।