তারুণ্যের খেলা টি-টোয়েন্টি। আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেও প্রাধান্য পাবেন তরুণরা। এখন পর্যন্ত ১৫৭৪ জন খেলোয়াড় নিজেদের নাম নিবন্ধন করেছে নিলামের জন্য।
ভারতের তরুণদের ওপরই নজর থাকবে দলগুলোর। কারা সেই তরুণ, যারা বদলে দিতে পারেন নিলামের গতি বিধি? চলুন জেনে নেওয়া যাক।
- প্রসিদ্ধ কৃষ্ণা
ভারতীয় এই পেসার টি-টোয়েন্টিতে খুব কার্যকর হতে পারেন। ২০২২ আইপিএলের পর থেকেই ইনজুরি ঘিরে ধরে রেখেছে তাকে। তবে ৫১ ম্যাচে ৮.৯২ ইকোনমিতে ৪৯ উইকেট আছে তার এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসরে। সাম্প্রতিক পারফরম্যান্স ও ভালো, দুই কোটি বেস প্রাইজের কৃষ্ণা তাই যে কোনো দলের পেস আক্রমণের চেহারা পাল্টে দিতে পারেন।
- তানুশ কোটিয়ান
‘বাজেট ফ্রেন্ডলি’ খেলোয়াড় খুঁজলে দলগুলো চোখ রাখতে পারে ২৬ বছর বয়সী তানুশের উপর। এখন অবধি ২৪ টি-টোয়ান্টি ম্যাচে রান ৮৬, উইকেট ২২টা। আইপিএলে খেলেছে মাত্র একটি ম্যাচ। তবে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য দারুণ প্রতিভাবান তানুশের প্রতি আগ্রহ দেখাতেই পারে কিছু দল।
- মুশির খান
ভারতীয় ব্যাটার সরফরাজ খানের ছোট ভাই, মুশির খান। সম্প্রতি এক গাড়ি দুর্ঘটনায় আহত হলেও, দ্রুত ফিরে আসতে যাচ্ছেন এই তরুণ তুর্কী। ১৯ বছর বয়সী মুশির এখনও টি-টোয়েন্টি খেলেন নি, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে আগ্রাসী মনোভাব যেকোনো দলের নজর কাড়তে বাধ্য। নয়টা প্রথম শ্রেনির ম্যাচে পঞ্চাশের উপরে গড়ে ৭১৬ রান করেছে সে, নামের পাশে আছে ডাবল-সেঞ্চুরিও।
- আর্শদীপ সিং
ভারতের এই পেসার এবার চড়া দাম হাকাতে পারেন নিলামে। সাম্প্রতিক সময়ে বোলিংয়ে আগুন ঝড়াচ্ছেন তিনি। পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছে। তাই যেকোনো দল তাকে নিজেদের ডেরায় ভেড়াতে মুখিয়ে থাকবে। আইপিএলে ৬৫ ম্যাচ খেলা আর্শদীপ ৯.০৩ ইকোনমিতে নিয়েছেন ৭৬ উইকেট। ২ কোটি বেজ প্রাইজের এই তারকা হয়ত বেশ চড়া দামেই বিক্রি হতে যাচ্ছেন!
- সরফরাজ খান
মারকাটারি, ভয়ডরহীন ক্রিকেট খেলার আরেক নাম যেন সরফরাজ। আইপিএলে ৪০ ম্যাচে আছে ৪৪১ রান। পাওয়ার হিটিং, ফিনিশিং, জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স সবই যেন সরফরাজের হয়েই গান গাইছে। যে কোনো দলই চাইবে এমন একটা বিধ্বংসী ব্যাটারকে তাদের দলে ভেড়াতে। কে জানে, সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়দের একজনও হয়ে যেতে পারেন তিনি। তবে, টেস্টের ফর্ম তিনি সীমিত ওভারে আনতে পারবেন কি না – সে নিয়ে আলোচনা হতেই পারে।