আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় আগে থেকেই ছিল, কিন্তু এবার নিশ্চিত হয়ে গেল সবকিছু। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়ে দিয়েছে ভারতের সিদ্ধান্ত, টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে আসবে না টিম ইন্ডিয়া।
পিসিবির মুখপাত্র সামিউল হাসান নিজেই প্রকাশ করেছেন এমন তথ্য। আর এর ফলে তৈরি হয়েছে সংকট, চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত এখন ঝুলছে সুতোয় – বিশেষ করে ভারতের পাকিস্তান সফর করতে না চাওয়া পুরো টুর্নামেন্টের প্রাথমিক পরিকল্পনাকে ভজকট করে দিয়েছে।
এর আগে ২০২৩ সালের এশিয়া কাপের একক আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল মহাদেশীয় এই আসর। ভারতের সবগুলো ম্যাচসহ টুর্নামেন্টের বড় একটা অংশ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। তারপরও, পাকিস্তান বিশ্বকাপ উপলক্ষে ভারত সফর করেছিল, তাই তাঁরা আশা করেছিল বিসিসিআই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে ইতিবাচক থাকবে।
কিন্তু আশায় গুঁড়েবালি, দল পাঠাবে না জানিয়ে দিয়েছে বিসিসিআই। অন্যদিকে, পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভিও হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। কিন্তু ভারত বা পাকিস্তান কাউকে বাদ দিয়েই আসলে টুর্নামেন্ট আয়োজন করা যাবে না, কারণ ক্রিকেটপ্রেমীদের প্রায় সবাই ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় ক্ষণ গুনছে।
এই ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আপনি যদি ভারত বা পাকিস্তানকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেন তাহলে ব্রডকাস্ট রাইটসে প্রত্যাশা পূরণ হবে না। পাকিস্তানের জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা আশাবাদী যে তাঁদের ওখানেই টুর্নামেন্ট আয়োজন হবে। আর তা নাহলে অন্যান্য অপশনও আছে।’
খসড়া সূচি অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতেই মাঠে গড়ানোর কথা আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনো ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে টুর্নামেন্টের ব্যাপারে কোন কিছু চূড়ান্ত হয়নি – অপেক্ষায় থাকা ছাড়া আপাতত করার কিছুও নেই।