সম্প্রতি ইউরোপিয়ান ফুটবলে এক চমকপ্রদ খবর প্রকাশিত হয়। ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ডাকছে লামিন ইয়ালামালকে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার এই তরুণ তারকার জন্য বিড করেছিল পিএসজি। ২৬৪ মিলিয়ন ইউরোর আকাশচুম্বি দরও হাঁকায়।
রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের চলে যাওয়ায় পিএসজিতে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। শূন্যতা পূরণের জন্যই পিএসজি ইয়ামালকে নেওয়ার চেষ্টা করেছিল। তবে, শেষ নিরাশ হয় পিএসজি।
বার্সা লামিনের ওপর পূর্ণ আস্থা রাখে। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা শুধু এটুকুই বলেছেন যে, লামিনের জন্য একটি প্রস্তাব ছিল, যা সরাসরি প্রত্যাখ্যান করা হয়।
লাপোর্তার দাবি ২৫০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সা। তিনি বলেন, ‘যখন আপনার হাতে টাকা থাকে তখন যে কাউকেই সাইন করার চেষ্টা করতে পারেন। লামিন ইয়ামাল তেমনই একজন। সময়ের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার লামিন। তবে একজন ১৭ বছর বয়সী ছেলেকে এখনই সেরা বলে ফেলাটা তাঁর ওপর বাড়তি চাপ ফেলবে।
ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পেরও উপরে লামিনকে রাখছেন লাপোর্তা। তাঁর জন্য লামিন মেসির সমতূল্য। তাঁর মতে, লামিন যা করে তা শুধু মেসিই করতে পারতেন।
তিনি বলেন, ‘লামিনের দক্ষতা মেসির মত, সবার থেকে আলাদা। ভিনিসিয়াস আর এমবাপ্পের দক্ষতার বড় কারণ গতি। কিন্তু, লামিন তেমন হয়, ও আলাদা – যা করে তা ভিন্ন। ও কি সেরা হতে পারে? এ জন্য ওকে ধৈর্য্য ধরতে হবে। তবে, এটুকু ঠিক বার্সেলোনায় ওর আগমন আমাদের জন্য লটারি জেতার মতই রোমাঞ্চকর।’
এমন একজনের জন্য পিএসজি আগ্রহী হতেই পারে। পিএসজি অবশ্য কাতালান বোর্ডের দেওয়া তথ্য অস্বীকার করেছে। ফরাসি সংবাদপত্র এল ইকুইপের মতে, ক্লাব স্পষ্টভাবে জানিয়েছে যে, ১৭ বছর বয়সী লামিনের জন্য কোনো প্রস্তাব দেওয়া হয়নি!
যদিও, লামিনের এজেন্ট হোর্হে মেন্ডেজের সাথে তাঁদের যোগাযোগ ছিল। এমনকি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস লামিনের সার্বিক পরিস্থিতি জানার জন্য তাঁর সাথে যোগাযোগও করেন। তবে, পিএসজি এই যোগাযোগকে খুবই অনানুষ্ঠানিক বলে মত দিয়েছে।
ফরাসি সূত্রটি মনে করে, লামিন ইয়ামাল বার্সেলোনাতেই আরও কয়েক বছর থাকবে। তাই এ ধরনের কোনো প্রস্তাবের প্রশ্নই আসে না। মোদ্দা কথা হল লামিনের আশা ছেড়ে দিয়েছে পিএসজি। অবশ্য, বার্সেলোনা ও লামিন নিজে কতদিন এই সংযম ধরে রাখতে পারে – সেটাও দেখার বিষয়!