ব্যালন জিতে বাচাল হয়ে গিয়েছেন রদ্রি?

তবে সেই ঘটনা নতুন করে শিরোনাম হয়েছে সিটি তারকার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের সূত্র ধরে। তিনি সেখানে বলেছিলেন, ‘আমি মনে করি ভিনিসিয়াস বুদ্ধিমান মানুষ। সময়ের সাথে সাথে সে বুঝতে পারবে যে, যত বেশি খেলায় মনোযোগ দেয়া যাবে তত ভাল করা সম্ভব। সবার মতো তাঁরও মাঠে এবং মাঠে বাইরে উন্নতির জায়গা রয়েছে।

ব্যালন ডি’অর জয়ের পর থেকেই রদ্রির সঙ্গে সাপে নেউলে সর্ম্পক তৈরি হয়েছে ভিনিসিয়াস জুনিয়র সমর্থকগোষ্ঠির। এবার সেটাকে নতুন রূপ দিলেন স্বয়ং নেইমার জুনিয়র, স্বদেশী সতীর্থের পক্ষ নিয়ে রদ্রিকে রীতিমতো বাচাল বলে বসেছেন তিনি – আর এটা নিয়ে পুরো ফুটবল দুনিয়ায় ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

২০২৪ সালের ব্যালন উঠবে ভিনিসিয়াসের হাতে, এটা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু, সবাইকে চমকে দিয়ে রদ্রি জিতে নেন মর্যাদার এই পুরষ্কার। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে।

তবে সেই ঘটনা নতুন করে শিরোনাম হয়েছে সিটি তারকার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের সূত্র ধরে। তিনি সেখানে বলেছিলেন, ‘আমি মনে করি ভিনিসিয়াস বুদ্ধিমান মানুষ। সময়ের সাথে সাথে সে বুঝতে পারবে যে, যত বেশি খেলায় মনোযোগ দেয়া যাবে তত ভাল করা সম্ভব। সবার মতো তাঁরও মাঠে এবং মাঠে বাইরে উন্নতির জায়গা রয়েছে।’

এই মিডফিল্ডার আরো যোগ করেন, ‘ভিনি এখনো তরুণ, আমি নিশ্চিত যে আশেপাশের সবাই তাঁকে ভাল পরামর্শ দেবে। যেহেতু সে মাদ্রিদের হয়ে খেলছে তাই তাঁর শেখার সুযোগও আরো বেশি। এটা একটা মর্যাদাপূর্ণ ক্লাব।’

কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের এসব পছন্দ হয়নি, ইনস্টাগ্রামে করা একটি পোস্টে তিনি রদ্রিকে বাচাল উপাধি দিয়ে বসেন। তিনি লিখেন, ‘সে (রদ্রি) ইদানিং বাচাল হয়ে গিয়েছে।’

আপাতত এসিএলের ইনজুরির কারণে মাঠের বাইরেই সময় কাটাতে হচ্ছে স্প্যানিশ মিডফিল্ডারের। চলতি মৌসুমে তাঁর ফেরা আর হচ্ছে না সেটা নিশ্চিত, অন্যদিকে নেইমারও ইনজুরির কবলে পড়েছেন। তবে ডিসেম্বরের মাঝামাঝি তাঁর ফেরার সম্ভাবনা আছে।

Share via
Copy link